প্রশ্নঃ অপরাধের স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য নিরূপণ কর।
উত্তরঃ অপরাধের স্বীকারোক্তির সাক্ষগত মুল্য নিম্নলিখিত ক্ষেত্রে দোষ স্বীকার আসামীর বিরুদ্ধে গ্রহণযোগ্য হবে নাঃ
(১) সাক্ষ্য আইনের ২৩ ধারার বিধানমতে যদি আদালত অনুভব করেন যে, কোন ক্ষমতাসম্পন্ন ব্যক্তির দ্বারা প্রলুব্ধ, ভীত অথবা প্রতিশ্রুতিপ্রাপ্ত হয়ে আসামী দোষ স্বীকার করেছে।
(২) যদি আদালত অনুভব করেন অথবা আদালতের কাছে মনে হবার যথেষ্ট কারণ থাকে যে, এ দোষ স্বীকারের ফলে আসামী ঐ মামলায় পার্থিক সুবিধা পেতে পারে অথবা পার্থিব কোন অসুবিধা এড়াতে পারে তবে ২৪ ধারা অনুযায়ী তা অপ্রাসঙ্গিক।
(৩) সাক্ষ্য আইনের ২৫ ধারার বিধান মতে পুলিশ অফিসারের নিকট দোষ স্বীকার অপ্রাসঙ্গিক।
(৪) পুলিশের হেফাজতে থাকাকালে ম্যাজিস্ট্রেট ব্যতীত অপর কারো নিকট দোষ স্বীকার ২৬ ধারা মতে অপ্রাসঙ্গিক।
0 মন্তব্যসমূহ