চুরির সংজ্ঞা দাও। কোন কোন ক্ষেত্রে চুরি দস্যুতার শামিল হবে?


প্রশ্নঃ চুরির সংজ্ঞা দাও। চুরি সংক্রান্ত অপরাধ সংঘটনের জন্য কি কি উপাদান প্রয়োজন? কোন কোন ক্ষেত্রে চুরি দস্যুতার শামিল হবে?

Define theft. What are the ingredients for the offense of theft? When does theft amount to Robbery?

চুরি (Theft): বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৮ ধারায় চুরির সংজ্ঞা দেয়া হয়েছে। এই ধারানুসারে কারো দখল হতে তার সম্মতি ব্যতিরেকে কোন অস্থাবর সম্পত্তি অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্যে ঐ সম্পত্তি স্থানান্তর করলে তাকে চুরি বলা হয়।

এই অপরাধ সম্পর্কে এই ধারায় ৫টি ব্যাখ্যা সংযোজিত হয়েছে। এগুলি নিম্নরূপ-

প্রথম ব্যাখ্যাঃ কোন বস্তু অস্থাবর সম্পত্তি ব্যতিরেকে যতক্ষণ মাটির সহিত সংযুক্ত থাকে ততক্ষণ তা চুরির বিষয়বস্তু বলে গণ্য হবে না। কিন্তু মাটি হতে বিচ্ছিন্ন করার সঙ্গে সঙ্গে উহা চুরির বিষয়বস্তু হবার যোগ্য বলে বিবেচিত হবে।

দ্বিতীয় ব্যাখ্যাঃ সে একই কাজ যে উক্ত বিচ্ছিন্নতা ঘটায়, তার স্থানান্তরকরণ চুরি বলে গণ্য হতে পারে।

তৃতীয় ব্যাখ্যাঃ কোন ব্যক্তি কোন বস্তুর গতির প্রতিবন্ধক অপসারণ করলে বা একে অন্য কোন বস্তু হতে বিচ্ছিন্ন করলে উক্ত বস্তু স্থানান্তর বলে গণ্য হবে।

চতুর্থ ব্যাখ্যাঃ কোন ব্যক্তি জন্তুকে যে গতিতে হাঁটায়, সে ব্যক্তি সেই জন্তুকে অনুরূপ গতিতে না হাঁটায়ে যদি অন্য গতিতে হাঁটায়, নতুন গতিতে হাঁটানোর ফলে উক্ত জন্তু কর্তৃক স্থানান্তরিত প্রত্যেক বস্তুকে স্থানান্তর করা হয় বলে গণ্য হবে।

পঞ্চম ব্যাখ্যাঃ এই ধারায় চুরির সংজ্ঞায় সম্মতির যে বিধান রয়েছে তা স্পষ্ট বা পরোক্ষ হতে হবে এবং উক্ত সম্মতি দখলদার কর্তৃক বা যথাযথ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক হতে হবে। এ ক্ষমতা প্রদান স্পষ্ট বা পরোক্ষ হতে পারে।

উদাহরণঃ 
১. ক, খ এর জমিতে অবস্থিত খ এর একটি গাছ কেটে ফেলে। খ এর সম্মতি ব্যতীত গাছটি অসাধুভাবে নিয়ে যাওয়াই তার উদ্দেশ্য। এক্ষেত্রে যে মুহুর্তে ক গাছটি নিয়ে যাবার উদ্দেশ্যে কেটেছে, সেই মুহুর্তে চুরি সংঘটিত হয়েছে।

২. ক, খ এর বাসায় গিয়ে তার টেবিলে খ এর একটি আংটি দেখে। এটা অসাধুভাবে নিয়ে যাবার উদ্দেশ্যে আংটিটি অন্যত্র লুকায়ে রাখে। এক্ষেত্রে ক আংটিটি চুরি করেছে বলা হবে।

৩. ক, খ এর কোন সম্পত্তি নিজের সম্পত্তি মনে করে সরল বিশ্বাসে খ এর দখল হতে নিয়ে যায়। এক্ষেত্রে যেহেতু অসাধুভাবে ক 'ওটা নিয়ে যায় নি সেহেতু তা চুরি হিসেবে গণ্য হবে না।

যে ক্ষেত্রে চুরি দস্যুতার শামিলঃ চুরি করার উদ্দেশ্যে কিংবা চুরি করে প্রাপ্ত সম্পত্তি নিয়ে যাবার সময় অথবা চুরি করে প্রাপ্ত সম্পত্তি নিয়ে যাবার চেষ্টাকালে অপরাধী ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তির মৃত্যু, আঘাত বা অন্যায় অবরোধ ঘটালে বা ঘটানোর চেষ্টা করলে কিংবা আশু অন্যায়, অবরোধ, ভীতি সৃষ্টি করলে বা সৃষ্টির চেষ্টা করলে তা দণ্ডবিধির ৩৯০ ধারা মোতাবেক দস্যুতার শামিল হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক