দাঙ্গা হাঙ্গামার সংজ্ঞা দাও। দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির জন্য কি কি উপাদানের প্রয়োজন?


প্রশ্নঃ দাঙ্গা হাঙ্গামার সংজ্ঞা দাও। দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির জন্য কি কি উপাদানের প্রয়োজন? কখন বে-আইনী সমাবেশ দাঙ্গা হাঙ্গামামূলক অপরাধে পরিণত হয়? 

Define Rioting. What are the essential ingredients of Rioting? When does an assembly become guilty of rioting? 

দাঙ্গা-হাঙ্গামা (Rioting): দণ্ড বিধির ১৪৬ ধারায় দাঙ্গা-হাঙ্গামা সম্পর্কে বিধান রয়েছে। এই ধারায় বলা হয়েছে যে, কোন বে-আইনী সমাবেশের সাধারণ উদ্দেশ্য সাধন কল্পে উক্ত বে-আইনী সমাবেশ কর্তৃক কিংবা উক্ত বে-আইনী সমাবেশে যোগদানকারী কোন ব্যক্তি কর্তৃক বল প্রয়োগ করা হলে বা হিংসাত্মক কার্য করা হলে উক্ত বে-আইনী সমাবেশে যোগদানকারী প্রত্যেক ব্যক্তি দাঙ্গা-হাঙ্গামার অপরাধে দোষী সাব্যস্ত হবে।

দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির উপাদানঃ দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির জন্য যে সকল উপাদানের প্রয়োজন তা নিম্নরূপঃ

১. দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টিকারীদেরকে অবশ্য পাঁচ বা ততোধিক ব্যক্তির দ্বারা বে-আইনী সমাবেশ হতে হবে।

২. বে-আইনী সমাবেশের সদস্যগণ বল প্রয়োগ করেছে অথবা হিংসাত্মক কার্যকলাপ করেছে।

৩. দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টিকারীদের সকলের একটি সাধারণ উদ্দেশ্য থাকতে হবে যে উদ্দেশ্য সাধনের জন্য এরূপ বলপ্রয়োগ বা হিংসাত্মক কার্যকলাপ।

৪. দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির জন্য যে বল প্রয়োগের প্রয়োজন কিংবা হিংসাত্মক কার্যকলাপ উক্ত সমাবেশের সদস্যদের থাকতে হবে।

যখন বে-আইনী সমাবেশ দাঙ্গা হাঙ্গামামূলক অপরাধে পরিণত হয়ঃ যদি সমাবেশের মূল উদ্দেশ্যটি বে-আইনী না হয়, তাহলে তা দাঙ্গা-হাঙ্গামার পর্যায়ে পড়বে না। যেমন- যদি কতিপয় ব্যক্তি আইন মোতাবেক একটি সমাবেশের সৃষ্টি করে এবং পরে যদি তা বিবাদে পরিণত হয়, তাহলে এ বিবাদকে দাঙ্গা-হাঙ্গামা বলা যাবে না। কেননা সমাবেশ করার পেছনে কোন বিবাদ বিসম্বাদের উদ্দেশ্য ছিল না।

Lakshmiammal vs. Samiappa Goundar [(1968) Cr. L. J. 1084] মামলায় বলা হয় যে, হিংসাত্মক কার্য বড় ব্যাপক এবং সম্পত্তি ও শরীর উভয় ক্ষেত্রে প্রযোজ্য হয়, যদিও বলপ্রয়োগ সাধারণত শুধু শরীরে প্রয়োগ করা হয়৷

যদি কোন ব্যক্তি দাঙ্গা-হাঙ্গামার অপরাধে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক