প্রশ্নঃ দখল ও সমর্পণের পার্থক্য কি? বাংলাদেশ অর্জিত না কি হৃত?ভূমিকাঃ আন্তর্জাতিক নদী আইন একটি গুরুত্বপূর্ণ আইন। পূর্বের তুলনায় বর্তমানে নদীর ব্যবহার বিশেষ করে আন্তর্জাতিক নদীর ব্যবহার অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। সুতরাং আন্তর্জাতিক নদীর নানামূখী ব্যবহারের ফলে এর গুরুত্বও বৃদ্ধি পেয়েছে।
দখল ও সমর্পণের পার্থক্য : নিম্নে দখল ও সমর্পণের পার্থক্য উল্লেখ করা হলো:
পার্থক্যের বিষয় | দখল | সমার্পণ |
(১) সংজ্ঞাগত পার্থক্য : | জনবসতি শূন্য কোন এলাকায় কোন রাষ্ট্র সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করলে তাকে দখল বলে। | কোন দেশ যদি চুক্তির মাধ্যমে তার কর্তৃত্ব অন্য দেশের নিকট হস্তান্তর করে তাহলে তাকে সমার্পণ বলে। |
(২) প্রতিশব্দগত পার্থক্য : | দখল এর ইংরেজি প্রতিশব্দ- Possession. | সমার্পণ এর ইংরেজি প্রতিশব্দ- Cession. |
(৩) উপাদানগত পার্থক্য : | দখলের উপাদান ২টি। | সমার্পণের নির্দিষ্ট কোন উপাদান নেই। |
(৪) চুক্তিগত পার্থক্য : | দখলের ক্ষেত্রে কোন চুক্তির প্রয়োজন হয় না। | সমার্পণের ক্ষেত্রে চুক্তির প্রয়োজন হয়। |
(৫) উদাহরণগত পার্থক্য : | দখলের অন্যতম উদাহরণ- পালমাস দ্বীপ মামলা। | সমার্পণের অন্যতম উদাহরণ- আমেরিকার নিকট রাশিয়া কর্তৃক আলাস্কা দ্বীপ সমার্পণ। |
(৬) বসতিগত পার্থক্য : | দখলের ক্ষেত্রে এলাকাটি জনবসতি শূন্য হতে হবে। | সমার্পণের ক্ষেত্রে এলাকাটি জনবসতি শূন্যও হতে পারে আবার জনবসতি পূর্ণও হতে পারে। |
বাংলাদেশ অর্জিত না কি হৃতঃ বাংলাদেশ অর্জিত। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে আমাদের দেশের স্বাধীনতা অর্জন করা হয়েছে। অর্থাৎ ১৯৭১ সালে ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সশস্ত্র যুদ্ধ করে এই দেশ অর্জিত হয়েছে। সুতরাং বলা যায় বাংলাদেশ হৃত নয় বরং অর্জিত।
উপসংহারঃ আন্তর্জাতিক নদী আইন মূলতঃ বিভিন্ন প্রথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অর্থাৎ নদী ব্যবহারের বিভিন্ন প্রথা পরবর্তীতে আইনে রূপ লাভ করেছে।
0 মন্তব্যসমূহ