অব্যাহতি এবং বেকসুর খালাসের মধ্যে পার্থক্য নিরূপণ কর


প্রশ্নঃ
 অব্যাহতি এবং বেকসুর খালাসের মধ্যে পার্থক্য নিরূপণ কর।

অব্যাহতি (Discharge) ও খালাসের ( Acquittal) মধ্যে পার্থক্যঃ

ফৌজদারী কার্যবিধির ২৪১ ক ধারায় বলা হয়েছে যে, যখন আসামীকে ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির করা হয় কিংবা সে নিজে হাজির হয় তখন তার কেস রেকর্ড বিবেচনার পর এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর যদি তিনি মনে করেন যে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন, তাহলে তিনি আসামীকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ হতে অব্যাহতি দিবেন।

তাই দেখা যায় যে, অব্যাহতির ক্ষেত্রে চার্জ গঠন করা হয় না। কিন্তু খালাসের ক্ষেত্রে চার্জ গঠন করা হয় ৷

খালাসের ক্ষেত্রে যথারীতি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার কার্যক্রম শুরু হয় এবং নির্দোষ প্রমাণিত হয়ে আসামী মুক্তি পায়। কিন্তু অব্যাহতির ক্ষেত্রে শুধু অনুসন্ধান করা হয়. মাত্র, বিচার কার্যক্রম শুরু হয় না।

অব্যাহতির পর নতুন সাক্ষ্য প্রমাণ উদঘাটিত হলে আসামীর বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন করা যায়। কিন্তু আসামীকে কোন অপরাধের অভিযোগ হতে খালাস দেয়া হলে পুনরায় সে অপরাধের বিচার করা যায় না।

অব্যাহতির আদেশকে আদালতের রায় বলা হয় না। কিন্তু খালাসের আদেশকে আদালতের রায় বলা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক