প্রশ্নঃ বে-আইনী সমাবেশ বলতে কি বুঝ? কোন অবস্থার পরিপ্রেক্ষিতে একটি সমাবেশকে বে-আইনী সমাবেশ বলে গণ্য করা হবে? এরূপ সমাবেশের প্রতিটি ব্যক্তির আইনগত দায়-দায়িত্ব কি তা বর্ণনা কর। সমাবেশ ও বে-আইনী সমাবেশের একটি করে উদাহরণ দাও।
What is an Unlawful Assembly? What are the circumstances which would constitute an assembly as an unlawful assembly? Describe the liability of each person forming part of an unlawful assembly.]] State an example of one lawful assembly and another unlawful assembly.
বে-আইনী সমাবেশঃ দণ্ডবিধির ১৪১ ধারায় বে-আইনী সমাবেশের সংজ্ঞা দেয়া হয়েছে। এই ধারা অনুসারে যখন পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশে নিম্নবর্ণিত অপরাধ সংঘটনের জন্য একটি সাধারণ উদ্দেশ্য বর্তমান থাকে-
(১) বাংলাদেশ সরকার বা জাতীয় পরিষদ বা কোন সরকারী কর্মচারীকে তার আইনানুগ ক্ষমতা প্রয়োগকালে অপরাধমূলক বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকি দ্বারা ভীতি প্রদর্শন করে; অথবা,
(২) কোন আইন বা আইনগত প্রক্রিয়ার বাস্তবায়নে ব্যাঘাত সৃষ্টি করে; অথবা,
(৩) কোন অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অপরাধমূলক বলপ্রয়োগ কিংবা অপর কোন অপরাধ সংঘটন করে; অথবা,
(৪) কোন ব্যক্তির প্রতি অপরাধমূলক বল প্রয়োগ করে বা বলপ্রয়োগের হুমকি প্রদর্শন করে কোন সম্পত্তির দখল গ্রহণ করে কিংবা কোন ব্যক্তিকে রাস্তার অধিকার বা পানির ব্যবহারের অধিকার কিংবা এর দখল কিংবা অন্য কোন অশরীরী অধিকার থেকে বঞ্চিত করে, কিংবা ৫. অপরাধজনক বলপ্রয়োগ করে বা এরূপ বলপ্রয়োগের হুমকি প্রদর্শন করে কোন ব্যক্তিকে এমন কোন কাজ করতে বাধ্য করে যা আইনত সে করতে বাধ্য নয় অথবা যে কাজটি আইনত করতে সে বাধ্য থাকে এরূপ কাজ করা হতে বিরত রাখে।
এই ধারার ব্যাখ্যায় বলা হয়েছে যে, কোন সমাবেশ একত্রিত হবার সময় হয়তো বে-আইনী ছিল না, কিন্তু পরে ঐ সমাবেশটি বে-আইনী সমাবেশে রূপান্তরিত হতে পারে।
কখন একটি সমাবেশ বে-আইনী সমাবেশে গণ্য হয়ঃ উপরিউক্ত সংজ্ঞা হতে বুঝা যায় যে, একটি সমাবেশ নিম্নবর্ণিত অবস্থায় বে-আইনী সমাবেশ হিসেবে গণ্য হতে পারে-
(১) পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ হতে হবে।
(২) উক্ত ব্যক্তিদের একটি সাধারণ উদ্দেশ্য (Object) থাকতে হবে অর্থাৎ সকলের একই উদ্দেশ্য হতে হবে;
(৩) ১৪১ ধারায় বে-আইনী সমাবেশের সংজ্ঞায় যে পাঁচটি অপরাধমূলক কার্যের বিবরণ দেয়া হয়েছে সেগুলির যে কোনটি এই উদ্দেশ্য হতে হবে।
সমাবেশের প্রতিটি ব্যক্তির আইনগত দায়-দায়িত্বঃ একটি সমাবেশ যদি বে-আইনী সমাবেশ হিসেবে গণ্য হয় তবে তাদের সাধারণ উদ্দেশ্য সাধনার্থে যে কোন সদস্য অপরাধমূলক কাজ করলে দণ্ডবিধির ১৪৯ ধারা মোতাবেক এর সকল সদস্য ব্যক্তিগতভাবে দায়ী হবে। তবে এ ধারা অনুসারে কাউকে দায়ী করতে হলে তিনটি শর্ত পূরণ করতে হবে। এগুলো হচ্ছে নিম্নরূপ :
(১) সেই ব্যক্তি একটি বে-আইনী সমাবেশের একজন সদস্য;
(২) সেই সমাবেশের সাধারণ উদ্দেশ্য সাধনার্থে একজন সদস্য কর্তৃক অপরাধমূলক কার্য সম্পাদন; এবং
(৩) অপরাধমূলক কার্যটি এমন প্রকৃতির যে, বে-আইনী সমাবেশের সদস্যগণ জানতো যে তাদের সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য এটা করা হবে।
সমাবেশ ও বে-আইনী সমাবেশের উদাহরণঃ
(১) রহিম সাতজন লোক নিয়ে বেআইনী সমাবেশের দ্বারা জনবল প্রয়োগ করে করিমের জমি দখল করে নেয় এবং তাতেই কল্পিত অধিকার প্রতিষ্ঠা করে।
(২) রহিমের উদ্দেশ্য ছিল করিমের জমি জোরপূর্বক দখল করা এবং করিম বাধা দিতে গেলে তাকে জখম করা। এই উদ্দেশ্য সাধনের জন্য বেআইনী সমাবেশ ঘটিয়ে সাতজন লোক নিয়ে করিমের জমিতে যায়। করিম বাধা দিতে গেলে বজলু তাকে ধারালো অস্ত্র দ্বারা মারাত্মক জখম করে। এইক্ষেত্রে বজলুর অপরাধের জন্য সকলেই দায়ী হবে।
0 মন্তব্যসমূহ