উত্তরঃ নিম্নোক্ত আইনে নিবন্ধনের বিধান রয়েছে-
(১) কোম্পানী আইন, ১৯৯৪: কোম্পানী আইন, ১৯৯৪ অনুযায়ী কোম্পানী নিবন্ধনের ব্যবস্থা রয়েছে। নিবন্ধনের পর কোম্পানী একটি স্বতন্ত্র আইনগত ব্যক্তি হিসেবে গণ্য হয়।
(২) কপিরাইট আইন, ২০০০: ২০০০ সালের কপিরাইট আইন অনুযায়ী কতিপয় কর্মে কপিরাইট থাকে। এগুলো হচ্ছে সাহিত্য কর্ম, নাট্য কর্ম, সংগীত কৰ্ম, শিল্প কর্ম, ব্রডকাটিস্টংক এ কপিরাইট আইনে নিবন্ধনের ফলে কপিরাইট মালিকের বা কর্মের প্রবণতার অধিকতর স্বীকৃত হয় এবং কপিরাইট লংঘনকারীদের বিরুদ্ধে দেওয়ানী মামলা করতে পারে।
(৩) ট্রেডমার্ক আইন, ১৯৪০: কোন ব্যবসায়িক পণ্য একটি নির্দিষ্ট মার্কায় বা নামে বাজারজাত বা উৎপাদিত করলে সেই মার্কায় তার একটা অধিকার প্রতিষ্ঠিত হয় এবং তার অনুমতি ব্যতীত সেই মার্ক বা এর কাছাকাছি বিভ্রান্তিমূলক সাদৃশ্য সৃষ্টিকারী মার্ক অন্য কেউ ব্যবহার করলে তা বিরুদ্ধে ট্রেডমার্ক লংঘনের মামলা দায়ের করতে পারে।
(৪) প্যাটেন্ট আইন, ১৯১১: নতুন নতুন আবিষ্কারের ফলে শিল্পজাত পণ্য বা প্রক্রিয়া সমৃদ্ধশালী হয় এবং এরূপ কাজের স্বীকৃতিস্বরূপ প্যাটেন্ট আইন, ১৯১১ অনুযায়ী নিবন্ধন করা হয়। নিবন্ধনের ফলে সংশ্লিষ্ট ব্যক্তির মেধাসত্বের অধিকতর অর্জিত হয় এবং লংঘনকারীর বিরুদ্ধে সে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে।
(৫) রেজিস্ট্রেশন আইন, ১৯০৮: সকল প্রকার দলির এই আইনে রেজিস্ট্রি করা হয়। এই আইনের উদ্দেশ্যসমূহ নিম্নরূপ:-
(ক) সম্পত্তি হস্তান্তর সম্পর্কে জনগণের মধ্যে করা' (খ) দলিলের কোন পরিবর্তন যেনো কেউ পরে করতে না পারে তা নিশ্চয়তা প্রদান' (গ) জাল, জালিয়াতি করে সম্পত্তি হস্তান্তর বন্ধ করা; (ঘ) কোন দলিল হারিয়ে গেলে এবং নকল প্রাপ্তির সুযোগ দেয়া; (ঙ) কোন সম্পত্তি পূর্বে হস্তান্তর করা হয়েছিল কিনা তা অনুসন্ধান করে দেখার সুযোগ সৃষ্টি।
0 মন্তব্যসমূহ