জামিন ও জামিন-নামা বলতে কি বুঝ?


প্রশ্নঃ
 জামিন ও জামিন-নামা বলতে কি বুঝ?

জামিননামা (Bail bond) : কোন আসামীকে জামিনে মুক্ত করা হলে আদালত কর্তৃক নির্ধারিত পরিমাণ অর্থের একটি বন্ড বা জামিননামা দিতে হয়। এছাড়া এক বা একাধিক জামিনদারও দিতে হয় যিনি বা যারা আসামীকে নির্ধারিত সময়ে ও স্থানে হাজির করানোর জন্য দায়বদ্ধ থাকেন। যে দলিলে এ সকল বিবরণাদি লিপিবদ্ধ থাকে তাকে জামিন নামা বলা হয় । বন্ডের পরিমাণ যেনো অহেতুক বেশি না হয় সে বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে ৪৯৮ ধারায় পি আরও বা প্রোপার্টি রেজিস্টেশন অফিসারের নিকট রক্ষিত রেজিস্টারের আইনজীবী সমিতির অন্তর্ভুক্ত আইনজীবীদের নাম ও তাদের কে কত টাকা পর্যন্ত জামিনদার হতে পারবেন তা বিবরন রয়েছে। স্থানীয় জামিনদার ও আইনজীবী জামিনদার সম্পূর্ণ যাচাই বাছাই করে ম্যাজিস্ট্রেট তা গ্রহণ করলে আসামীকৈ সনাক্ত পূর্বক মুক্তির ব্যবস্থা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক