সেট অফ ও কাউন্টার ক্লেইমের মধ্যে পার্থক্য কী?


প্রশ্নঃ সেট অফ ও কাউন্টার ক্লেইমের মধ্যে পার্থক্য কী? 

সেট অফ ও কাউন্টার ক্লেইম বা পাল্টা দাবির মধ্যে নিম্নোক্ত পার্থক্যগুলি বিদ্যমানঃ

১. সেট অফের দাবী একটি নির্ণীত সংখ্যক অর্থের ক্ষেত্রে অথবা বাদীর একই লেনদেন হতে উদ্ভব হয়ে থাকে। কিন্তু পাল্টা দাবীর ক্ষেত্রে তা একই লেনদেন হতে উদ্ভুত হবার প্রয়োজন হয় না৷

২. সেট অফ হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটি বিধিবদ্ধ পন্থা এবং লিখিত জবাবে এটা উল্লেখ করতে হবে। অপরদিকে, পাল্টা দাবী হচ্ছে আক্রমণের একটি পন্থা যার মাধ্যমে বিবাদী বাদীর বিরুদ্ধে তার দাবী এমনভাবে কার্যকর করতে পারে যা একটি স্বতন্ত্র মামলা দ্বারা করা যায়।

৩. সেট অফের ক্ষেত্রে বাদীকে তার সীমাবদ্ধতার বাধার ওজর প্রতিষ্ঠার জন্য এটা প্রমাণ করতে হবে যে, বাদীর মামলা শুরু করার দিন থেকে সেটা বাধাগ্রস্ত হয়েছে। পাল্টা দাবীর ক্ষেত্রে বাদীকে এটা প্রমাণ করতে হবে যে এটা তখন বাধাগ্রস্ত হয়েছে যখন এটা ওজরস্বরূপ উত্থাপন করা হয়েছে।

৪. সেট অফ হচ্ছে আত্ম পক্ষ সমর্থনের জন্য বিবাদীর দাবী যা বাদীর দাবীর বেশী নয়। কিন্তু পাল্টা দাবীর ক্ষেত্রে বিবাদীর দাবী যেহেতু পাল্টা মামলার ন্যায় সেহেতু তা বাদীর দাবী অতিক্রম করতে পারে।

বস্তুত, এভাবেই সেট অফ ও পাল্টা দাবীর মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক