প্রশ্নঃ তদন্ত ও অনুসন্ধানের মধ্যে পার্থক্য নিরূপণ কর।
তদন্ত ও অনুসন্ধানের মধ্যে পার্থক্যঃ
তদন্তের আভিধানিক অর্থ হলো পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা। অপরদিকে অনুসন্ধান হলো স্বাভাবিক জিজ্ঞাসাবাদ করা যা পুঙ্খানুপুঙ্খ নয়৷
৫ ফৌজদারি কার্যবিধির ৪ ধারার (১) উপ-ধারার ( ১ ) মনুচ্ছেদে তদন্তের সংজ্ঞা প্রধান করা হয়েছে। অপরদিকে ফৌজদারী কার্যবিধির ৪ ধারার (১) উপধারার (ট) অনুচ্ছেদে অনুসন্ধানের সংজ্ঞা প্রদান করা হয়েছে।
কোন পুলিশ অফিসার বা অন্য কোন ব্যক্তি কর্তৃক গৃহিত পদক্ষেপ সম্পর্কিত বিষয় হলো তদন্ত। অন্য কোন ব্যক্তি বলতে ম্যাজিস্ট্রেট নন এমন ব্যক্তি এবং তিনি ম্যাজিস্ট্রেট দ্বারা ক্ষমতাপ্রাপ্ত। পক্ষান্তরে, অনুসন্ধান হলো ম্যাজিস্ট্রেট বা আদালতের কার্যক্রম সম্পর্কিত এবং বিচারপূর্ব কার্যক্রম।
তদন্ত কখনও জুডিশিয়াল হতে পারে না। পক্ষান্তরে, অনুসন্ধান জুডিশিয়াল ও ননজুডিশিয়াল হয়।
0 মন্তব্যসমূহ