উত্তরঃ বাংলা সাহিত্যের মধ্যযুগের শক্তিমান মুসলমান কবিদের মধ্যে আব্দুল হাকিম অন্যতম। তিনি বহু গ্রন্থের প্রণেতা। রোমান্টিক প্রণয়োপাখ্যান ও ধর্মবিষয়ক আখ্যানের লেখক হিসেবে তিনি সুপরিচিত। ‘নূরনামা' তার বিখ্যাত কাব্যগ্রন্থ। ‘নূরনামা' কাব্যে ধর্মবিষয়ক নানা কবিতা স্থান পেয়েছে। এ গ্রন্থের মধ্য দিয়ে কবির ধর্মানুরাগী মানসের পরিচয় মেলে। এ কাব্যের বিভিন্ন কবিতার মধ্য দিয়ে স্বদেশ ও স্বভাষার প্রতি গভীর অনুরাগের পরিচয় মেলে। সে সময় যেসব মুসলমানেরা মাতৃভাষাকে অবহেলা করে আরবি ফারসিতে কাব্য রচনা করতেন, কবি তাদের নিন্দা করেছেন। কবির মতে, মানুষ মাত্রেই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে এবং স্রষ্টা সকলের ভাষাই বোঝেন। কবির তীব্র ক্ষোভ তাদের প্রতি—যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেও বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই। তাদের বংশ ও জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। তার ‘নূরনামা' কাব্যে সুফি প্রভাব প্রাধান্য পেলেও স্বাদেশিকতাও অনস্বীকার্য।
0 মন্তব্যসমূহ