প্রশ্নঃ বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যানের উল্লেখযোগ্য কবি ও কাব্যগুলো কী কী?
উত্তরঃ বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যানের উল্লেখযোগ্য কবি ও কাব্য-
১। ইউসুফ জোলেখা— শাহ মুহম্মদ সগীর (পনের শতক)
২। লায়লী মজনু— দৌলত উজির বাহরাম খান (ষোল শতক)
৩। বিদ্যাসুন্দর— শাহ ফরিদ খান (ষোল শতক)
৪। হানিফা কয়রাপরী — শাহ ফরিদ খান (ষোল শতক)
৫। সয়ফুল মুলুক বদিউজ্জামান— দোনাগাজী চৌধুরী (ষোল শতক)
৬। মধুমালতী— মুহম্মদ কবীর (ষোল শতক)
৭। সতীময়না লোর চন্দ্রানী – কাজী দৌলত (সতের শতক)
৮। চন্দ্রাবতী— কোরেশী মাগন ঠাকুর (সতের শতক)
৯। পদ্মাবতী— আলাওল (সতের শতক)
১০। গুলে বকাওলী— নওয়াজিশ খান (সতের শতক)
0 মন্তব্যসমূহ