বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি রোধের উপায় বর্ণনা কর


প্রশ্নঃ বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি রোধের উপায় নির্দেশ কর।

অথবা, বাংলাদেশে জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় নির্দেশ কর।

ভূমিকাঃ যেকোনে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সে দেশের জনসংখ্যার ওপর নির্ভর করে। দেশের সম্পদ ও সুযোগ-সুবিধার চেয়ে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হলে জনসংখ্যাস্ফীতি দেখা দেয়। বাংলাদেশে জনসংখ্যা সমস্যা অন্যতম সামাজিক সমস্যা। বাংলাদেশের আর্থ-সামাজিক বিবেচনায় জনসংখ্যাকে এক নম্বর জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদেশের জনসংখ্যা সমস্যা এক ভয়াবহ রূপ নিয়েছে এবং তা দেশকে ক্রমেই জনবিস্ফোরণের দিকে ঠেলে দিচ্ছে।

জনসংখ্যা বৃদ্ধি রোধের উপায়ঃ বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি রোধ করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করার সুপারিশ করা হলো-

(১) পরিবার পরিকল্পনাঃ বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে হলে দেশের সর্বস্তরে পরিবার পরিকল্পনা কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

(২) শিক্ষা ব্যবস্থার প্রসারঃ শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে এদেশের মানুষকে সচেতন করে তুলতে পারলে জনসংখ্যা সমস্যা সমাধানের পথ অনেক সহজ হবে।

(৩) জনসংখ্যানীতি প্রণয়নঃ দেশের আর্থ-সামাজিক অবস্থার সাথে সঙ্গতি রেখে জনসংখ্যানীতি প্রণয়নের মাধ্যমে বাল্যবিবাহ, অধিক সন্তান জন্মদান, বহু বিবাহ প্রভৃতি বন্ধ করতে হবে।

(৪) জনসংখ্যার পুনর্বন্টনঃ দেশের যে অঞ্চলে জনসংখ্যা কম সেখানে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে লোক স্থানান্তরের মাধ্যমে শিল্পায়ন ও নগরায়নকে ত্বরান্বিত করতে হবে। জনসংখ্যার এ পুনর্বন্টন জনসংখ্যা বৃদ্ধি রোধে সহায়ক হবে। 

(৫) ব্যাপক অর্থনৈতিক উন্নয়নঃ দেশে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারলে জীবনমান উন্নত হবে যা জনসংখ্যাকে সীমিত পর্যায়ে রাখবে।

(৬) জাতীয় আয়ের সুষম বন্টনঃ দেশের জাতীয় আয়কে সুষম বন্টন করলে জনসংখ্যা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে সক্ষম হবে।

(৭) জীবনযাত্রার মান উন্নয়নঃ দেশের সর্বস্তরের মানুষের জীবন যাত্রার মান উন্নত হলে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাবে।

(৮) নারী শিক্ষার প্রসারঃ দেশের নারী সমাজকে উপযুক্ত শিক্ষা প্রদান করতে পারলে অধিক সন্তান জন্মদানের প্রবণতা কমে যাবে।

(৯) নারীর মর্যাদা প্রতিষ্ঠাঃ সমাজে নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠা করতে পারলে পুরুষ সন্তানের আকাঙ্ক্ষায় অধিক সন্তান জন্মদানের প্রবণতা কমে যাবে।

(১০) বিনোদনমূলক ব্যবস্থার সম্প্রসারণঃ দেশের সর্বস্তরে সুস্থ ও কল্যাণধর্মী বিনোদনমূলক ব্যবস্থার সম্প্রসারণ ঘটলে যৌন ক্রিয়ার মাধ্যমে বিনোদন প্রবণতা কমে যাবে যা প্রজনন হারকেও কমিয়ে দিবে।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, বিভিন্ন বিশ্বাস, অশিক্ষা-কুশিক্ষা, দারিদ্র্য প্রভৃতি কারণে এদেশে জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির কারণগুলোকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারলে দেশের জনসংখ্যাকে কাংক্ষিত পর্যায়ে রাখা যাবে। আর কাঙ্ক্ষিত জনসংখ্যাই এদেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক