জামিন যোগ্য ও জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য নির্ণয় কর


প্রশ্নঃ জামিন যোগ্য ও জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য নির্ণয় কর। 

উত্তরঃ জামিনযোগ্য ও জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য [ Distinction between bailable offence and non-bailable offence]: ফৌজদারী কার্যবিধির ৪ (বি) ধারায় জামিন যোগ্য অপরাধের সংজ্ঞা দেয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে জামিন যোগ্য অপরাধ বলতে সে সকল অপরাধকে বুঝায় যা ফৌজদারী কার্যবিধির দ্বিতীয় তফশীলে জামিনযোগ্য বলে দেখানো হয়েছে অথবা বর্তমানে বলবৎ অন্য কোন আইনে জামিনযোগ্য করা হয়েছে।

একই ধারায় জামিন অযোগ্য অপরাধের সংজ্ঞায় বলা হয়েছে যে, জামিনযোগ্য অপরাধ ব্যতীত অন্য সকল অপরাধকে জামিন অযোগ্য অপরাধ বলে।

উপরি-উক্ত সংজ্ঞাগত পার্থক্য ছাড়াও জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের মধ্যে নিম্নোক্ত পার্থক্য বিদ্যমানঃ

১. জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামী অধিকার হিসেবে জামিনে মুক্তি পাবার দাবী করতে পারে। তবে শর্ত হচ্ছে এই যে, তাকে জামিনদার দিতে প্রস্তুত থাকতে হবে। জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামী আইনগত অধিকার হিসেবে জামিনে মুক্তি পাবার আবেদন করতে পারে না। এক্ষেত্রে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা বা সুবিবেচনার উপর জামিন মঞ্জুরের বিষয়টি নির্ভর করে। তবে এই স্বেচ্ছাধীন ক্ষমতা আইনানুগভাবে প্রয়োগ করতে হয়, ইচ্ছামাফিক বা যথেচ্ছ প্রয়োগ করার নিয়ম নেই।

২. জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত সাধারণত জামিনের আবেদন প্রত্যাখ্যান করতে পারেন না, তবে হাইকোর্ট বিভাগ জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে ও অপরাধীকে আটক রাখার নির্দেশ এবং জামিন না মঞ্জুরের নির্দেশ দিতে পারেন।

জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে ও সাধারণত মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের মত অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধের ক্ষেত্রে আদালত আসামীকে জামিনে মুক্তি দিয়ে থাকেন। কতিপয় বিশেষ ক্ষেত্রে যেমন মহিলা, কিশোর ইত্যাদির ক্ষেত্রে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের মত অপরাধের ক্ষেত্রে ও আসামীকে জামিনে মুক্তি দেয়া যায়।

৩. জামিনযোগ্য অপরাধ তুলনামূলকভাবে লঘুতর, কিন্তু জামিন অযোগ্য অপরাধ তুলনামূলকভাবে গুরুতর। কোন্ অপরাধ জামিনযোগ্য এবং কোন্ অপরাধ জামিন অযোগ্য তার বিবরণ ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির দ্বিতীয় তফশীলে দেয়া আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক