প্রশ্নঃ ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ্য বিষয়ে বিধিবদ্ধ বিশেষ বিধিগুলো কি কি?
ফৌজদারী কার্যবিধির ৫০৯ হতে ৫১২ ধারায় সাক্ষ্যের বিশেষ বিধিসমূহ বর্ণিত হয়েছে। ৫০৯ ধারায় ডাক্তারদের সাক্ষ্য ও সমন, ৫০৯ ক ধারায় ময়না তদন্ত রিপোর্ট, ৫১০ ধারায় রাসায়নিক পরীক্ষার রিপোর্ট, ৫১১ ধারায় পূর্বে সাজা বা খালাস প্রমাণ সম্পর্কিত এবং ৫১২ ধারায় আসামীর অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত বিধিবিধান রয়েছে।
0 মন্তব্যসমূহ