মৃত্যুদণ্ড আমাদের দেশে কিভাবে কার্যকর করা হয়?


প্রশ্নঃ শাস্তি বলতে কি বুঝায়? মৃত্যুদণ্ড আমাদের দেশে কিভাবে কার্যকর করা হয়?

How a capital sentence is executed in our country?

শাস্তিঃ সাধারণ অর্থে কোন ব্যক্তির উপর কষ্টদায়ক কিছু ব্যবস্থা আরোপ করাকে শাস্তি বলে। কিন্তু আইনের দৃষ্টিতে আইন ভঙ্গের জন্য কিংবা কৃত কোন অপরাধের জন্য বিচারে দোষী ব্যক্তির উপর রাষ্ট্রীয় আদালত কর্তৃক আরোপিত কষ্টদায়ক ব্যবস্থাকে শাস্তি বলা হয়৷

আদালত ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিধিবদ্ধ নিয়মের অধীনে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে যে সকল বিরুদ্ধ ব্যবস্থা গ্রহণ করে থাকেন সেগুলিকেও শাস্তি বলা হয়।

মৃত্যুদণ্ড কার্যকরীকরণঃ ফৌজদারী কার্যবিধির ৩৬৮(১) ধারায় মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, “When any person is sentenced to death, the sentence shall be direct that he be hanged by the neck till he is dead'। তাই দেখা যায় যে, বাংলাদেশের আইন অনুযায়ী ফাঁসিতে ঝুলায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক