একটি ট্রেডমার্ক নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্তাবলি কী কী? কোন কোন ক্ষেত্রে ট্রেডমার্ক নিবন্ধন করা যায় না?

প্রশ্নঃ একটি ট্রেডমার্ক নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্তাবলি কী কী? কোন কোন ক্ষেত্রে ট্রেডমার্ক নিবন্ধন করা যায় না? 

What are the requisites for registration of a trademark? In what circumstances a trademark cannot to registered?

একটি ট্রেডমার্ক নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্তাবলিঃ ট্রেডমার্ক আইন, ২০০৯ এর ৬ ধারায় উল্লেখ করা হয়েছে। এগুলো নিম্নরূপ-

(১) নিম্নবর্ণিত বিষয়াদির অন্তত একটি বিবরণ আবশ্যিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

(ক) বিশেষ বা নির্দিষ্ট পন্থায় প্রদর্শিত প্রতিনিধিত্বকারী কোম্পানি অথবা ব্যক্তি বিশেষ বা ফার্মের নাম; 
(খ) নিবন্ধনের জন্য আবেদনকারী বা তার ব্যবসায়ের কোন পূর্বসূরির স্বাক্ষর; 
(গ) এক বা একাধিক উদ্ভাবিত শব্দ; 
(ঘ) পণ্য বা সেবার বৈশিষ্ট্য বা গুণাগুণের সহিত প্রত্যক্ষ সম্পর্কবিহীন এক বা একাধিক শব্দ যা সাধারণ অর্থে কোন ভৌগৌলিক স্থান, বংশ বা ব্যক্তির নাম বা এ সকল নামের শব্দ-সংক্ষেপ বা বাংলাদেশের কোন সম্প্রদায়, গোত্র বা উপজাতির নাম নয়; 
(ঙ) অন্য কোন স্বাতন্ত্র্যসূচক মার্ক।

(২) উপরে বর্ণিত (ক), (খ), (গ), (ঘ) এর অন্তর্ভুক্ত নয় এরূপ কোন নাম, স্বাক্ষর বা শব্দ যদি তার স্বাতন্ত্র্য সূচক মার্কের প্রমাণবহ না হয় তাহলে তা নিবন্ধিত হবে না।

(৩) এ আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কোন পণ্য বা সেবার সহিত সম্পর্কিত ট্রেডমার্কের ‘স্বাতন্ত্র সূচক মার্ক' অর্থ স্বত্বাধিকারীর পণ্য বা ক্ষেত্রমত, সেবাকে অনুরূপ ব্যবসায় একই জাতীয় পণ্য বা সেবা হতে পার্থক্য সূচিত করে, যা সাধারণভাবে বা যেক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডমার্ক, সীমাবদ্ধতাসহ নিবন্ধনের জন্য প্রস্তুত করা হয়েছে তার সাথে সম্পর্কিত নয়, এমন ট্রেডমার্ক।

যে সকল মার্ক একটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করা যাবে নাঃ কোন কোন মার্ক একটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করা যাবে না তার বিবরণ দেওয়া হয়েছে। ট্রেডমার্ক আইনের ৮ ধারায় এখানে বলা হয়েছে যে, কোন মার্ক বা মার্কের অংশবিশেষ ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হবে না, যদি-

(ক) তাতে এমন কিছু থাকে যা কুৎসামূলক বা দৃষ্টিকটু হয়; 
(খ) এটি বিদ্যমান কোন আইনের পরিপন্থী হয়; 
(গ) ) এর ব্যবহার প্রতারণামূলক হতে পারে বা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে; 
(ঘ) এতে এমন কিছু বিষয় থাকে যা বাংলাদেশের কোন নাগরিকের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে; 
(ঙ) উপযুক্ত কর্তৃপক্ষ বা ব্যক্তির অনুমতি ব্যতীত, কোন দেশ বা আন্তর্জাতিক সংস্থা বা আন্তর্জাতিক চুক্তি বা কনভেনশনের মাধ্যমে গর্বিত কোন সংস্থা বা অফিসের নাম, নামের আদ্যাক্ষর, হলমার্ক, মনোগ্রাম, মানচিত্র, পতাকা, প্রতীক, চিহ্ন বা এর সহিত সামঞ্জস্যপূর্ণ বা আংশিক সামঞ্জস্যপূর্ণ বা এর অংশবিশেষ ব্যবহার করা হয়; 
(চ) এটি অন্যকোনো কারণে আদালতে আশ্রয় লাভের অধিকারী না হয়; অথবা, 
(ছ) অসদদ্দশ্যে বা অসদুপায়ে কোন আবেদন করা হয়।

এছাড়া ১০ ধারার বিধানমতে সাদৃশ্যপূর্ণ বা বিভ্রান্তিমূলক সাদৃশ্যপূর্ণ মার্ক ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করা যাবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক