সমুদ্র আইন কাকে বলে?


প্রশ্নঃ সমুদ্র আইন কাকে বলে? 

ভূমিকাঃ সমুদ্র আইন একটি আন্তর্জাতিক আইন। পূর্বের তুলনায় বর্তমানে সমুদ্রের ব্যবহার অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। সুতরাং সমুদ্রের নানামূখী ব্যবহারের ফলে এর গুরুত্বও বৃদ্ধি পেয়েছে। সমুদ্র সংক্রান্ত দু'টি কনভেনশন হলো ১৯৫৮ সালের জেনেভা কনভেনশন এবং ১৯৮২ সালের সমুদ্র সংক্রান্ত কনভেনশন। জ্যামাইকার মন্টিগো বে-তে ১৯৮২ সালের কনভেনশনটি অনুষ্ঠিত হয়। 

সমুদ্র আইন কাকে বলে (Law of the Sea) : কোন সমুদ্রে বিভিন্ন রাষ্ট্র কর্তৃক নৌ-চলাচল, সম্পদ আহরণ, সমুদ্রের অন্যান্য ব্যবহার ইত্যাদি সম্পর্কিত রীতি-নীতি বা বিধি-বিধানকে সমুদ্র আইন বলা হয়।

সমুদ্র আইন বিভিন্ন দেশের মধ্যে সমুদ্র ব্যবহারের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্কও নিয়ন্ত্রণ করে। সমুদ্র ব্যবহারের ক্ষেত্রে একটি দেশের দায়-দায়িত্ব অন্য দেশের অধিকার হিসেবে গণ্য আবার একটি দেশের অধিকার অন্য দেশের দায়-দায়িত্ব হিসেবে গণ্য।

শত শত বছর ধরে সমুদ্র ব্যবহারের ক্ষেত্রে যে প্রথা চলে আসছে সমুদ্র আইনের অন্যতম ভিত্তি হলো সেই প্রথা। ১৯৫৮ সালে এবং ১৯৮২ সালে দুটি সমুদ্র সংক্রান্ত কনভেনশনের মাধ্যমে শক্তিশালী সমুদ্র আইন তৈরি করা হয়।

উপসংহারঃ সমুদ্র আইন একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আইন। সমুদ্রের উপকূলে যে সকল রাষ্ট্র অবস্থিত সেই সকল দেশ এই আইনের বিশেষ সুবিধা ভোগ করে। আঞ্চলিক সমুদ্র এলাকার মধ্যে অন্যান্য দেশ শুধু নির্দোষ ভাবে চলাচল করতে পারে। অন্য কোন সুবিধা ভোগ করতে পারে না। কিন্তু উন্মুক্ত সমুদ্রে সকল দেশ সমান অধিকার ভোগ করে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক