কপিরাইট লঙ্ঘন হিসেবে গণ্য হবে না কোন কোন কার্যাবলি?


প্রশ্নঃ কোন কোন কার্যাবলি কপিরাইট লঙ্ঘন হিসেবে গণ্য হবে না? 

What acts will not mount to infringement of copyright?

উত্তরঃ ব্যক্তিগত পড়াশুনা, গবেষণা এবং শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে কতিপয় কার্যাবলি কপিরাইট লঙ্ঘনের ব্যতিক্রম হিসেবে গণ্য করা হয়েছে। ধারা ৭২-এ একটি দীর্ঘ তালিকা দেওয়া হয়েছে যেগুলো কপিরাইট লঙ্ঘন নয় বলে গণ্য করা হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিম্নরূপ-

১. বাণিজ্যিক মুনাফা ব্যতিরেকে কর্মের সদ্ব্যবহার;

২. একাডেমিক আলোচনা, পর্যালোচনা ও সমালোচনার উদ্দেশ্যে কর্মের পুনরুৎপাদন;

৩. বিচারিক কার্যক্রমে এবং সংসদ সদস্যদের ব্যবহারের জন্য পুনরুৎপাদন;

৪. শিক্ষামূলক উদ্দেশ্যের কোন সাহিত্যকর্ম বা নাট্যকর্মের সংক্ষিপ্ত অংশের প্রকাশ, সীমিত আকারে পুনরুৎপাদন কিংবা কর্ম সম্পাদন;

৫. শব্দ রেকর্ড করার উদ্দেশ্যে নির্ধারিত পদ্ধতিতে বোর্ড কর্তৃক স্থিরকৃত রয়্যালটি মালিককে পরিশোধ করে শব্দ রেকর্ড করা;

৬. ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্যদের উপকারের জন্য কিংবা কোন ক্লাব বা সোসাইটি কর্তৃক রেকর্ড বাজানো কিংবা কর্ম সম্পাদন করা;

৭. সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদিতে চলতি অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় বিষয়ে কোন প্রবন্ধ পুনরুৎপাদন করা;

৮. গ্রন্থাগার বা গবেষণা বা ব্যক্তিগত পড়াশুনার উদ্দেশ্যে কতিপয় কপির পুনরুৎপাদন করা;

৯. কতিপয় শর্তসাপেক্ষে সরকারি গেজেটে প্রকাশিত কোন কিছু পুনঃপ্রকাশ করা বা অনুবাদ করা;

১০. কোন স্থাপত্য শিল্পকর্মের চিত্রাঙ্কন, রেখাচিত্র, খোদাই বা আলোকচিত্র তৈরি বা কোন স্থাপত্য শিল্পকর্মের প্রদর্শন করা;

১১. চলচ্চিত্র ছবিতে কোন শিল্পকর্ম ব্যবহার করা;

১২. কোন শিল্পকর্মের প্রণেতা কর্তৃক শিল্পকর্মের উদ্দেশ্যে তৈরিকৃত ছাঁচ, নকশা, পরিকল্পনা, নমুনা বা আলেখ্য ব্যবহার, যেক্ষেত্রে প্রণেতা ঐ শিল্পকর্মের কপিরাইটের মালিক নয়। তবে শর্ত থাকে যে, তিনি ঐভাবে শিল্পকর্মটির মূল ডিজাইনের পুনরাবৃত্তি বা অনুকরণ না করেন;

১৩. কোন কম্পিউটার প্রোগ্রামের অনুলিপির বৈধ দখলদার কর্তৃক উক্ত অনুলিপি হতে নিম্নবর্ণিত উদ্দেশ্যে কম্পিউটার প্রোগ্রামটির একটি অনুলিপি বা অভিযোজন তৈরিঃ

(i) কম্পিউটার প্রোগ্রামটির যে উদ্দেশ্যে সরবরাহ করা হয়েছিল সেই উদ্দেশ্যে ব্যবহারের জন্য; অথবা

(ii) কেবলমাত্র যে উদ্দেশ্যে কম্পিউটার প্রোগ্রামটি সরবরাহ করা হয়েছিল সেই উদ্দেশ্যে ব্যবহারের জন্য হারানো, ধ্বংস বা ক্ষতি হতে সম্পূর্ণরূপে অস্থায়ী সুরক্ষাস্বরূপ সহায়ক অনুলিপি তৈরি;

(iii) কম্পিউটার প্রোগ্রামের উন্নতি করার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক