What are the works where copyright subsists? What conditions are to be fulfilled to obtain copyright?
কপিরাইটঃ কপিরাইট আইন, ২০০০ এর- ২ (১১) ধারা অনুযায়ী কর্ম বলতে (১) সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্পকর্ম (২) চলচ্চিত্র ছবি, (৩) শব্দ রেকর্ডিং এবং (৪) সম্প্রচার বুঝায়। কিন্তু ১৫ ধারার বিধান অনুযায়ী নিম্নলিখিত কর্মে কপিরাইট থাকে।
১. সাহিত্য, নাট্য, সংগীত ও শিল্পসুলভ আদি কৰ্ম;
২. চলচ্চিত্র ছবি ও
৩. শব্দ রেকডিং।
কপিরাইট পাবার শর্তসমূহঃ কপিরাইট পেতে হলে ১৫ ধারা বিধান অনুযায়ী নিম্নোক্ত শর্তাবলি পূরণ করতে হবে-
১. কপিরাইট বিদ্যমান আছে কর্মটি এরূপ শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে।
২. সাহিত্য, নাট্য, সংগীত ও শিল্পকর্মের ক্ষেত্রে তা আদি বা মৌলিক হতে হবে। মৌলিক বলতে ইহা প্ৰণেতা কর্তৃক সৃষ্ট হতে হবে। মৌলিক কর্মটি তার নিজস্ব সৃষ্টি অন্যের নকল যেন না হয়। দুজন প্রণেতা স্বতন্ত্রভাবে কাজ করেও কিন্তু কর্ম দুটি যদি একই ধরনের হয় তবুও তা মৌলিক কর্ম হিসেবে বিবেচিত হবে। কাজটি সৃষ্টিতে প্রণেতার শ্রম, নৈপুন্য, বিচার-বিবেচনা ও অর্থ বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
৩. প্রকাশিত কর্মের ক্ষেত্রে কর্মটি বাংলাদেশে প্রথম প্রকাশিত হতে হবে। তবে অন্যকোনো দেশে প্রথম প্রকাশিত হবার ৩০ দিনের মধ্যে যুগপৎভাবে এ দেশে প্রকাশিত হলে ৫ ধারার বিধান মতে, এ আইনের উদ্দেশ্য পূরণকল্পে বাংলাদেশে প্রথম প্রকাশিত হয়েছে বলে গণ্য হবে।
৪. যেক্ষেত্রে কর্মটি বাংলাদেশের বাইরে প্রথম প্রকাশিত হয় সেক্ষেত্রে প্রকাশনার তারিখে প্রণেতা বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা হয়ে থাকবেন।
৫. বাংলাদেশের বাইরে প্রথম প্রকাশিত হবার ক্ষেত্রে প্রকাশনার সময় প্রণেতা জীবিত না থাকলে মৃত্যুর সময় তিনি বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা হয়ে থাকবেন।
৬. অপ্রকাশিত কর্মের ক্ষেত্রে, স্থাপত্য শিল্পকর্ম ব্যতীত অন্যান্য কর্মের ক্ষেত্রে, কর্মটি প্রস্তুতের সময় প্রণেতা বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা হয়ে থাকবেন।
৭. স্থাপত্য শিল্পকর্মের ক্ষেত্রে কর্মটি বাংলাদেশে অবস্থিত হতে হবে। এক্ষেত্রে কপিরাইট শুধু শৈল্পিক বৈশিষ্ট্য ও নকশায় থাকবে, নির্মাণ প্রক্রিয়ায় নয়।
৮. চলচ্চিত্র ফিল্মের ক্ষেত্রে ফিল্মের প্রযোজকদের সদর দপ্তর বা সচরাচর আবাস ফিল্মটি নির্মাণের সময়ে বা এর উল্লেখযোগ্য সময়ে বাংলাদেশে থাকতে হবে। যদি ফিল্মটির মৌলিক অংশ অন্য কোন কর্মের কপিরাইট লঙ্ঘনজনিত হয়, তাহলে এতে কপিরাইট বহাল থাকবে না।
৯. সাহিত্য, নাট্য বা সংগীত কর্ম দ্বারা শব্দ রেকর্ডিং- এর ক্ষেত্রে শব্দ রেকর্ড করার সময় যেন উক্ত কর্মের কপিরাইট লঙ্ঘনজনিত না হয়৷
১০. যৌথ প্রণেতার ক্ষেত্রে ১ হতে ৭ উপ-দফায় বর্ণিত . শর্তাবলি সকল প্রণেতার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
0 মন্তব্যসমূহ