প্রশ্নঃ একটি চার্জশীট বা ফাইনাল রিপোর্টে কি কি বিষয়বস্তু থাকতে হবে?
চার্জশীট বা ফাইনাল রিপোর্টে নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভূক্ত থাকেঃ প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহারের ভিত্তিতে তদন্তকারী পুলিশ অফিসার তদন্ত সম্পন্ন করে ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারা অনুসারে ম্যাজিস্ট্রেটের নিকট একটি প্রতিবেদন দাখিল করেন যাকে পুলিশ রিপোর্ট বলা হয় । এই রিপোর্টে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ এনে বিচারের জন্য সুপারিশ করা হয় অথবা অভিযোগ প্রমাণিত হয় না দেখে অভিযুক্তকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়। পুলিশ রেগুলেশন অনুযায়ী প্রথমটিকে বলা হয় চার্জশীট এবং দ্বিতীয়টিকে বলা হয় ফাইনাল রিপোর্ট, যদিও ফৌজদারী কার্যবিধিতে শুধু পুলিশ রিপোর্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।
চার্জশীটে আসামী ও সাক্ষীদের নাম, ঠিকানা, অপরাধের প্রকৃতি, ধৃত ও পলাতক আসামীদের বিবরণ তদন্তকারী কর্মকর্তার নাম, আসামী অন্য কোন মামলার সাথে জড়িত কিনা ইত্যাদির উল্লেখ থাকে। তদন্তের বিবরণ সম্বলিত কেস ডাইরিও এর সাথে থাকে, আদালত কেস ডাইরি, চার্জশীট ও নথিপত্র পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন।
ফাইনাল রিপোর্ট দাখিল করলে এর কারণও উল্লেখ করতে হয়। পুলিশ রেগুলেশন অনুযায়ী ৫ ধরনের ফাইনাল রিপোর্ট হতে পারে।
(১) FRT বা ফাইনাল রিপোর্ট সত্য দ্বারা বুঝানো হয় যে, অপরাধ সংঘটিত হয়েছে কিন্তু সাক্ষ্য- প্রমাণ পাওয়া যায় নি ৷
(২) FRF বা ফাইনাল রিপোর্ট মিথ্যা দ্বারা বুঝানো হয় যে, অপরাধ সংঘটিত হয় নি।
(২) FRF বা ফাইনাল রিপোর্ট মিথ্যা দ্বারা বুঝানো হয় যে, অপরাধ সংঘটিত হয় নি।
(৩) FRMF বা ফাইনাল রিপোর্ট তথ্যের ভুল দ্বারা বুঝানো হয় যে, তথ্যগত ভুল হয়েছে। যেমন, দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে শ্লীলতাহানির প্রচেষ্টা হয়েছিল যা ৩৫৪ ধারার পর্যায়ে পড়ে।
(8) FRML বা ফাইনাল রিপোর্ট আইনের ভুল দ্বারা বুঝানো হয় যে, আইনের ভুল হওয়ায় এরূপ রিপোর্ট দেয়া হয়েছে।
(৫) FRNon-cog বা ফাইনাল রিপোর্ট অ-আমলযোগ্য দ্বারা বুঝানো হয় এজাহারে আমলযোগ্য অপরাধের উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে অ-আমলযোগ্য অপরাধ ঘটেছে।
0 মন্তব্যসমূহ