প্রশ্নঃ কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী কে হবেন? সে সম্পর্কে কপি রাইট আইনের বিধানাবলি আলোচনা কর।
Discuss who will be the first proprietor of copyright.
উত্তরঃ কোন কর্মের প্রথম স্বত্বাধিকারী কে হবেন সে সম্পর্কে কপিরাইট আইন, ২০০০ এর ১৭ ধারায় বিধান রয়েছে। কোন কর্মের প্রণেতা বা রচয়িতা হচ্ছে সেই কর্মের কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী এটাই স্বাভাবিক। ২ (২৪) ধারা অনুযায়ী বিভিন্ন কর্মের প্রণেতা বা রচয়িতা নিম্নরূপ-
(ক) সাহিত্য বা নাট্যকর্মের ক্ষেত্রে, কর্মটির গ্রন্থাকার;
(খ) সংগীত কর্মের ক্ষেত্রে, এর সুরকার;
(গ) ফটোগ্রাফ ব্যতীত অন্যান্য শিল্পকর্মের ক্ষেত্রে, এর নির্মাতা;
(ঘ) ফটোগ্রাফের ক্ষেত্রে এর চিত্রগ্রাহক;
(ঙ) চলচ্চিত্র বা শব্দ রেকর্ডিং-এর ক্ষেত্রে, এর প্রযোজক;
(চ) কম্পিউটার মাধ্যমে সৃষ্ট সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্পকর্মের ক্ষেত্রে, কর্মটির সৃষ্টিকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান।
কিন্তু সকল ক্ষেত্রেই রচয়িতা হয় না। এ সম্পর্কে কিছু কিছু শর্ত আরোপ করা হয়েছে। যথা-
১. সংবাদপত্র, ম্যাগাজিন বা সাময়িকিতে চাকরি বা শিক্ষানবিসী চুক্তির অধীনে চাকরিতে থাকা অবস্থায় এগুলোতে প্রকাশের উদ্দেশ্যে রচিত সাহিত্যকর্ম, নাট্য বা শিল্পকর্মের রচয়িতা, ভিন্নরূপ চুক্তির অবর্তমানে প্রথম স্বত্বাধিকারী হবেন না, সংশ্লিষ্ট সংবাদপত্র বা ম্যাগাজিনের মালিক পুনরুৎপাদনের সহিত যতখানি সম্পূর্ণযুক্ত ততখানির ওপর মালিকের কপিরাইট থাকবে, কিন্তু অন্য সকল বিষয়ে রচয়িতার কপিরাইট থাকবে।
২. একইরূপ বিধান সাপেক্ষে, কোন ব্যক্তির উদ্যোগে এবং অর্থ বিনিয়োগে ফটোগ্রাফ নেওয়া ছবি বা প্ৰতিকৃতি আঁকা, খোদাই কাজ বা চলচ্চিত্র নির্মাণ করার ক্ষেত্রে রচয়িতা, ভিন্নরূপ চুক্তি না থাকলে এর কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হবেন।
৩. অন্যান্য ক্ষেত্রে, চাকরি বা শিক্ষানবিসী চুক্তির অধীনে চাকরিতে কর্মরত থাকা অবস্থায় ভিন্ন চুক্তির অবর্তমানে, নিয়োগকারী কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হবেন।
৪. কোন ব্যক্তি জনসমক্ষে বক্তৃতা বা বিবৃতি প্রদান করলে সেই ব্যক্তি উক্ত কর্মের প্রথম স্বত্বাধিকারী হবেন। অথবা সে ব্যক্তি অপর কোন ব্যক্তির পক্ষে উক্ত বক্তৃতা বা বিবৃতি প্রদান করে থাকলে সে অপর ব্যক্তি কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হবেন।
৫. কোন সরকারি কর্মের ক্ষেত্রে, অন্যরূপ কোন চুক্তি না থাকলে সরকার ঐ কর্মের কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হবেন।
৬. কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক বা অনুরূপ কর্তৃপক্ষের নির্দেশ বা নিয়ন্ত্রণে প্রথম প্রকাশিত কোন কর্মের ক্ষেত্রে উক্ত স্থানীয় কর্তৃপক্ষ, ভিন্নরূপ কোন চুক্তির অবর্তমানে, কর্মের কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হবেন।
৭. ধারা ৬৮ প্রযোজ্য হয় এমন কোন কর্মের ক্ষেত্রে, সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠান এর কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হবে, ৬৮ ধারায় বলা হয়েছে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, এ মর্মে ঘোষণা করতে পারবেন যে, কোন আন্তর্জাতিক সংস্থার ওপর ১৭ ধারা প্রযোজ্য হবে।
৮. কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে উক্ত প্রোগ্রাম সম্পন্ন করার জন্য নিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম কপিরাইটের অধিকারী হবেন যদি পক্ষবৃন্দের মধ্যে ভিন্নরূপ কোন চুক্তি না থাকে।
0 মন্তব্যসমূহ