প্রশ্নঃ কপিরাইটের স্বত্বনিয়োগ কাকে বলে? স্বত্বনিয়োগ কীভাবে করতে হয়? স্বত্বনিয়োগ ও লাইসেন্সের মধ্যে পার্থক্য দেখাও।
What is the assignment of copyright? How does it differ from the license? Distinguish between assignment and license.
স্বত্বনিয়োগঃ কপিরাইটের স্বত্বনিয়োগ বলতে কপিরাইটের মালিকানা হস্তান্তর বুঝায়। কপিরাইট আইনের ১৮ ধারায় এ সম্পর্কে বিধান রয়েছে। এ স্বত্ব নিয়োগ বিদ্যমান কর্মের হতে পারে বা ভবিষ্যৎ কর্মের হতে পারে। তবে ভবিষ্যৎ কর্মের ক্ষেত্রে কর্মটির বাস্তবে বিদ্যমান হলে কার্যকর হবে। বিদ্যমান কর্মই হোক আর ভবিষ্যত কর্মই হোক স্বত্বনিয়োগ সম্পূর্ণ হতে পারে কিংবা আংশিক হতে পারে, সাধারণ হতে পারে বা শর্তসাপেক্ষে হতে পারে, পূর্ণ মেয়াদের জন্য হতে পারে কিংবা আংশিক মেয়াদের জন্য হতে পারে। ভবিষ্যৎ কর্মের স্বত্বনিয়োগের ক্ষেত্রে যদি কর্মটির অস্তিত্বশীল হবার পূর্বেই স্বত্বনিয়োগীর মৃত্যু হয় তবে তার আইনানুগ প্রতিনিধি তার স্থলাভিষিক্ত হবে।
স্বত্বনিয়োগ কীভাবে করা যায়ঃ এগ্রিমেন্ট বা সম্মতির ভিত্তিতে স্বত্বনিয়োগ করা যায়। তবে ১৯ ধারায় বর্ণিত শর্তাবলি অবশ্য পূরণ করতে হবে। এগুলো নিম্নরূপ-
১. স্বত্বনিয়োগ লিখিত হতে হবে এবং স্বত্ত্বপ্রদানকারী বা তার নিকট হতে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি দ্বারা স্বাক্ষরিত হতে হবে। অর্থাৎ মৌখিকভাবে স্বত্ব নিয়োগ বৈধ হবে না।
২. যে কর্মের কপিরাইটের স্বত্বনিয়োগ করা হবে তা যথাযথভাবে চিহ্নিত করতে হবে এবং স্বত্বনিয়োগের অধিকার ও অধিকারের মেয়াদ এবং স্বত্ব নিয়োগের ভৌগোলিক পরিধি দলিলে উল্লেখ করতে হবে।
৩. স্বত্বনিয়োগ কার্যকর থাকাকালীন সময়ে প্রদেয় রয়্যালটির উল্লেখ থাকবে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে স্বত্বনিয়োগ পুনঃনিরীক্ষণ বর্ধিতকরণ বা বাতিলের ব্যবস্থা রাখা সাপেক্ষ হবে।
৪. স্বত্বনিয়োগের তারিখ হতে ১ বছর যদি স্বত্বনিয়োগিতার অধিকার প্রয়োগ না করেন তাহলে দলিলে ভিন্নরূপ কিছু না থাকলে উক্ত সময় সীমা উত্তীর্ণের পর তা তামাদি হয়েছে বলে গণ্য হবে।
৫. স্বত্বনিয়োগের মেয়াদ যদি দলিলে উল্লেখ না থাকে তাহলে স্বত্বনিয়োগের তারিখ হতে পাঁচ বছরের জন্য এবং মেয়াদ বহাল থাকবে বলে গণ্য হবে।
৬. ভৌগোলিক পরিধি উল্লেখ না থাকলে এর পরিধি সমগ্র বাংলাদেশে বলে গণ্য হবে।
৭. উপরিউক্ত বিধানাবলির কোনকিছুই এ আইন কার্যকর হবার পূর্বে সম্পাদিত স্বত্বনিয়োগের ক্ষেত্রে কার্যকর হবে না।
মামলার নজিরঃ
১. কপিরাইট অস্থাবর সম্পত্তি এবং তা অরেজিস্ট্রিকৃত দলিল দ্বারা হস্তান্তর করা যায়। AIR 1939 All 305
২. কেবল সম্মতি দ্বারা কপিরাইটের স্বত্বনিয়োগ প্রমাণিত হয় না। এটি অবশ্যই বিধিবদ্ধ আইন অনুযায়ী নির্ধারিত রীতিতে হতে হবে। 171ER – 679
৩. মৌখিক চুক্তি দ্বারা কপিরাইটের স্বত্ব অর্জন করা যায় না। (1968) Audh pra. W R. 323
স্বত্বনিয়োগ ও লাইসেন্সের মধ্যে পার্থক্যঃ
১. স্বত্বনিয়োগ হচ্ছে স্বত্বের হস্তান্তর আর লাইসেন্স হচ্ছে স্বত্বের ভাড়া প্ৰদান।
২. স্বত্বনিয়োগের মাধ্যমে স্বত্বনিয়োগীর মালিকানা অর্জিত হয় বিধায় এক্ষেত্রে সে একচ্ছত্র অধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু লাইসেন্সগ্রহীতা কর্মটি প্রকাশনাসহ বিভিন্ন সুযোগ- সুবিধা ভোগ করার অনুমতি পায় মাত্র।
৩. স্বত্বনিয়োগী তার স্বত্ব অন্যের নিকট হস্তান্তর করতে পারে কিন্তু লাইসেন্সগ্রহীতা তা পারে না।
৪. স্বত্বনিয়োগীর মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারী এতো উত্তরাধিকারী সূত্রে মালিকানা হয় অর্থাৎ উত্তরাধিকার আইনটি এক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু লাইসেন্সগ্রহীতার ক্ষেত্রে উত্তরাধিকার আইন প্রযোজ্য হয় না। তার উত্তরাধিকারীগণ যদি স্বত্বের সুযোগ-সুবিধা অব্যাহত রাখতে চায় তাহলে কপিরাইটের মালিকের সাথে তাদের নতুন করে চুক্তি করতে হবে।
0 মন্তব্যসমূহ