প্রশ্নঃ একথা বলা কি যুক্তিসঙ্গত হবে যে, ফৌজদারী কার্যবিধি সম্পূর্ণরূপে একটি পদ্ধতিগত আইন?
ফৌজদারী কার্যবিধির কতখানি পদ্ধতিগত আইনঃ ফৌজদারী কার্যবিধি মূলতঃ একটি পদ্ধতিগত আইন এবং মূল আইন দণ্ড বিধির সম্পূরক। এতদসত্ত্বেও ফৌজদারী কার্যবিধির নিম্নলিখিত বিষয়গুলি মূল আইনের পর্যায়ভূক্ত;
(১) চতুর্থ অধ্যায়ে বর্ণিত ম্যাজিষ্ট্রেট, পুলিশ এবং গ্রেফতারকারী ব্যক্তিগণকে সাহায্য ও তথ্য প্রদান সম্পর্কে বিধানাবলী।
(২) অষ্টম হতে ত্রয়োদশ পর্যন্ত অধ্যায়ে বর্ণিত অপরাধ প্রতিরোধ সম্পর্কিত বিধানাবলী।
(৩) ঊনচল্লিশতম অধ্যায়ে জামিন সম্পর্কে বিধানাবলী।
(৪) চল্লিশতম অধ্যায়ে সাক্ষীর জবানবন্দী গ্রহণের জন্য কমিশন।
(৫) বিয়াল্লিশতম অধ্যায়ে মুচলেকা সংক্রান্ত বিধানাবলী।
(৬) তেতাল্লিশতম অধ্যায়ে সম্পত্তির বিলি ব্যবস্থা সম্পর্কিত বিধানাবলী।
0 মন্তব্যসমূহ