প্রশ্নঃ ফৌজদারী কার্যবিধিতে পুলিশকে অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কি ধরনের ক্ষমতা দেয়া হয়েছে? থানার ভারপ্রাপ্ত অফিসার একটি অধর্তব্য অপরাধ সংঘটনের সংবাদ পেলে তার কি করণীয়? আলোচনা কর ।
পুলিশকে প্রদত্ত অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতাঃ অপরাধ প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পুলিশকে কিছু ক্ষমতা প্রদান করা হয়েছে যা ফৌজদারী কার্যবিধির ১৪৯ হতে ১৫৩ ধারায় বর্ণিত হয়েছে।
১৪৯ ধারা অনুযায়ী প্রত্যেক পুলিশ অফিসার আমলাযোগ্য অপরাধের প্রতিরোধের জন্য হস্তক্ষেপ করতে পারেন এবং সাধ্যমত এটা প্রতিরোধের ব্যবস্থা করবেন। ১৫০ ধারা মোতাবেক কোন পুলিশ কর্মকর্তা কোন আমলযোগ্য অপরাধ সংঘটনের ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ পেলে তিনি তাঁর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন এবং এ অপরাধ প্রতিরোধে যে কর্মকর্তার ব্যবস্থা গ্রহণ করা কর্তব্য সে কর্মকর্তাকে ও তিনি তা জানাবেন। ১৫১ ধারা অনুসারে কোন পুলিশ অফিসার যদি কোন আমলযোগ্য অপরাধ সংঘটনের ষড়যন্ত্রের কথা জানতে পারেন এবং প্রতীয়মান হয় যে, এ অপরাধ সংগঠন অন্যভাবে নিবারণ করা যাবে না, তাহলে তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ বা পরোয়ানা ব্যতীত সংশ্লিষ্ট ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করতে পারবেন।
১৫২ ধারায় উল্লেখ করা হয়েছে যে, কোন পুলিশ অফিসার তার নিজের কর্তৃত্ব বলে তার উপস্থিতিতে স্থাবর বা অস্থাবর কোন সরকারী সম্পত্তির ক্ষতির প্রচেষ্টা কিংবা কোন সরকারী চিহ্ন অপসারণের বা ক্ষতির চেষ্টা নিবৃত্ত করার জন্য হস্তক্ষেপ করতে পারেন।
১৫৩(১) ধারায় উল্লেখ করা হয়েছে যে, কোন পুলিশ অফিসার যখন যুক্তিসঙ্গতভাবে মনে করেন যে, তার থানার সীমার মধ্যে এরূপ কোন স্থান রয়েছে, যেখানে মিথ্যা ওজন, পরিমাপ কিংবা ওজনের যন্ত্রপাতি ব্যবহৃত বা রক্ষিত হয়, তখন তিনি ওজন, পরিমাপ বা ওজনের যন্ত্রপাতি পরিদর্শন কিংবা তল্লাশীর জন্য বিনা পরোয়ানায় উক্ত স্থানে প্রবেশ করতে পারবেন।
১৫৩ (২) ধারা অনুযায়ী উক্ত স্থানে যদি তিনি কোন মিথ্যা ওজন, পরিমাপ বা ওজনের যন্ত্রপাতি দেখেন, তাহলে তিনি তা আটক করতে পারেন এবং সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট এ সংবাদ দিবেন।
বস্তুত এভাবে পুলিশ কর্তৃক প্রতিরোধমূলক কার্য সম্পন্ন হয়ে থাকে। এছাড়া ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় একজন পুলিশ অফিসার ওয়ারেন্ট ব্যতীত যে সকল কারণে যে কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পার তাতেও অপরাধ প্রতিরোধে যথেষ্ট সহায়ক হতে পারে।
0 মন্তব্যসমূহ