বিশেষজ্ঞা কে? একজন পারদর্শী ও সাধারণ সাক্ষীর মধ্যে পার্থক্য কি?


প্রশ্নঃ বিশেষজ্ঞা কে? একজন পারদর্শী ও সাধারণ সাক্ষীর মধ্যে পার্থক্য কি?

উত্তরঃ বিশেষজ্ঞ সাধারণতঃ বিশেষজ্ঞ বলতে কোন বিশেষ বিষয়ে দক্ষ এবং বিশেষভাবে অভিজ্ঞ ব্যক্তিদেরকে বুঝায়। কিন্তু সাক্ষ্য আইনের ৪৫ ধারা অনুযায়ী বিদেশী আইন অথবা বিজ্ঞান অথবা চারুকলার প্রশ্নে অথবা হস্তাক্ষর বা টিপসহির সনাক্তের ব্যাপারে যে সকল ব্যক্তিবর্গ বিশেষ পারদর্শী তাদেরকে বিশেষজ্ঞ বলা হয়।

একজন পারদর্শী ও সাধারণ সাক্ষীর মধ্যে পার্থক্যঃ সাক্ষ্য আইনের ৪৫ ধারায় বলা হয়েছে যে, যখন বিদেশী আইন, বিজ্ঞান, কলা অথবা হস্তাক্ষর বা আঙ্গুলী ছাপ সনাক্তকরণ সম্পৰ্কীয় কোন বিষয় আদালতের বিবেচ্য বিষয় হয়; তখন ঐ সকল বিষয়ের উপর বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক। যেমন এক ব্যক্তির অপমৃত্যুর কাণ উদঘাটন করতে হলে একজন চিকিৎসা বিজ্ঞানে পারদর্শি ব্যক্তির সাহায্যে দরকার। এরূপ কোন ব্যক্তির বা বিশেষজ্ঞের মতামত আদালত বিবেচনা করতে পারেন। কিন্তু একাধিক বিশেষজ্ঞের ক্ষেত্রে যদি মতামতের পার্থক্য দেখা যায় সেক্ষেত্রে অন্যান্য সাক্ষ্য দ্বারা সমর্থিত মতামতই আদালত গ্রহণ করবেন।

অবিশেষজ্ঞ বা সাধারণ সাক্ষীর সাক্ষ্য প্রত্যক্ষ বিষয় সমূহের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়, কিন্তু বিশেষজ্ঞ সাক্ষীর সাক্ষ্যের ক্ষেত্রে এ ধরণের কোন বাধ্যবাধকতা নেই। যেমন, কোন ডাক্তার রোগীকে ব্যক্তিগতভাবে না দেখেও সাক্ষ্যে উল্লেখিত বিষয়ের ভিত্তিতে রোগীর কারণ সম্পর্কে তার মামত ব্যক্ত করতে পারেন। এই মতামতের সুদৃঢ় ভিত্তি থাকতে হবে এবং এই দৃঢ়তার উপর নির্ভর করে সেই মতামতের গুনাগুণ।

তাই দেখা যায় যে, সাধারণ সাক্ষীর সাক্ষ্যকে বিশ্বাসযোগ্য করতে বিভিন্নভাবে পরীক্ষা করতে হয়। সেরূপ বিশেষজ্ঞ মতামতকে বিশ্বাসযোগ্য করতে হলে এর ভিত্তিও বিভিন্নভাবে পরখ করে দেখতে হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক