ভূমিকাঃ আন্তর্জাতিক নদী আইন একটি গুরুত্বপূর্ণ আইন। পূর্বের তুলনায় বর্তমানে নদীর ব্যবহার বিশেষ করে আন্তর্জাতিক নদীর ব্যবহার অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। সুতরাং আন্তর্জাতিক নদীর নানামূখী ব্যবহারের ফলে এর গুরুত্বও বৃদ্ধি পেয়েছে।
গঙ্গা কি একটি আন্তর্জাতিক নদীঃ যে নদী শুধু একটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে তাকে জাতীয় নদী বলে। কিন্তু যে নদী দুই বা ততোধিক দেশের ভৌগলিক সীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে তাকে আন্তর্জাতিক নদী বলে। আন্তর্জাতিক নদীর উৎস এক দেশে কিন্তু তা অন্য দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পতিত হয়।
উপরোক্ত সংজ্ঞা অনুযায়ী বলা যায় গঙ্গা একটি আন্তর্জাতিক নদী। কারণ এটি বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পতিত হয়েছে।
গঙ্গা নদীকে কিভাবে শ্রেণিবিন্যাস করবেঃ গঙ্গা নদীকে বিভিন্নভাবে শ্রেণিবিন্যাস করা যায়। নিম্নে তা উল্লেখ করা হলো-
(1) গঙ্গা একটি জাতীয় নদী : যে নদী একটি রাষ্ট্রের সীমানার মধ্যে প্রবাহিত হয় তাকে জাতীয় নদী বলে। গঙ্গার একটি অংশ যেহেতু ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেহেতু একে জাতীয় নদী বলা যায়।
(২) গঙ্গা একটি আঞ্চলিক নদী : যে নদী কয়েকটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে আঞ্চলিক নদী বলে। গঙ্গা বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সুতরাং একে আঞ্চলিক নদী বলা যায়।
(৩) গঙ্গা একটি আন্তর্জাতিক নদী : যে নদী শুধু একটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে তাকে জাতীয় নদী বলে। কিন্তু যে নদী দুই বা ততোধিক দেশের ভৌগলিক সীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে তাকে আন্তর্জাতিক নদী বলে। আন্তর্জাতিক নদীর উৎস এক দেশে কিন্তু তা অন্য দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পতিত হয়। গঙ্গা যেহেতু বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পতিত হয়েছে সেহেতু একে আন্তর্জাতিক নদী বলা যায়।
(৪) গঙ্গা একটি সীমান্ত নদী : যে নদী দুই বা ততোধিক দেশের সীমানাকে পৃথক করে তাকে সীমান্ত নদী বলে। গঙ্গা বাংলাদেশ ও ভারতের সীমান্তকে পৃথক করেছে। কাজেই একে সীমান্ত নদী বলা যায়।
উপসংহারঃ আন্তর্জাতিক নদী আইন মূলত: বিভিন্ন প্রথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অর্থাৎ নদী ব্যবহারের বিভিন্ন প্রথা পরবর্তীতে আইনে রূপ লাভ করেছে।
0 মন্তব্যসমূহ