প্রশ্নঃ মধ্যযুগের জীবনী সাহিত্যের কবি ও কাব্যের নাম লেখ।
উত্তরঃ মধ্যযুগের জীবনী সাহিত্য দু'ভাগে বিভক্ত— ১. সংস্কৃত জীবনী, ২. বাংলা জীবনী।
সংস্কৃত জীবনী কবি ও তাদের কাব্যঃ
১. মুরারি গুপ্ত— শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্যচরিতামৃত
২. কবি কর্ণপুর— শ্রী চৈতন্যচন্দ্রোদয় (নাটক)
— শ্রী চৈতন্যচরিতামৃত
৩. প্রবোধানন্দ সরস্বতী— শ্রী চৈতন্যচন্দ্ৰামৃত
এছাড়া নরহরি সরকার, রঘুনাদ দাস চৈতন্য বিষয়ক পদ রচনা করেছেন। স্বরূপ দামোদর কাব্য রচনা করেছিলেন, কিন্তু তার কাব্য পাওয়া যায় নি।
বাংলা জীবনী কবি ও তাদের কাব্যঃ
১.বৃন্দাবনদাস—শ্রী চৈতন্যভাগবত
২. লোচনদাস—চৈতন্যমঙ্গল
৩. জয়ানন্দ—চৈতন্যমঙ্গল
৪.কৃষ্ণদাস কবিরা—শ্রী চৈতন্যচরিতামৃত
৫. গোবিন্দদাস— শ্রী চৈতন্যকড়চা
৬. চূড়ামণিদাস— গৌরাঙ্গ বিজয়
৭. হরিচরণদাস—অদ্বৈতমঙ্গল
৮. ঈশান সাগর—অদ্বৈত প্ৰকাশ
0 মন্তব্যসমূহ