একজন রিসিভারের নিয়োগ ও ক্ষমতা সম্পর্কিত বিধান ও নীতিসমূহ বর্ণনা কর


প্রশ্নঃ 
একজন রিসিভারের নিয়োগ ও ক্ষমতা সম্পর্কিত বিধান ও নীতিসমূহ বর্ণনা কর।

State provisions and principles concerning the appointment and powers of a receiver.

রিসিভার নিয়োগঃ দেওয়ানী কার্যবিধির ৫১ ধারা অনুযায়ী এবং ৪০ নম্বর আদেশের ১ নম্বর বিধি অনুযায়ী আদালত সংগত মনে করলে যে কোন সময়ে কোন সম্পত্তির রিসিভার নিয়োগ করতে পারেন। ইহা আদালতের সুবিবেচনার উপর নির্ভরশীল হলেও রিসিভার নিয়োগের সময় যথাসম্ভব বিচার বিভাগীয় মূলনীতি ও প্রচলিত আইনের প্রতি সতর্ক দৃষ্টি রাখা হয়। এরূপ নিয়োগের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, মামলার বিষয়বস্তু সংরক্ষণ। শুধু সম্পত্তির ভাল ব্যবস্থাপনা বা রক্ষনাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের প্রয়োজন হলেই চলবে না বরং তা ন্যায় সঙ্গত ও সুবিধাজনক কিনা তা দেখতে হবে। আইনগত স্বত্বগণের অধীনে দাবি করছে এমন বিবাদীর দখলাধীন সম্পত্তির রিসিভার নিয়োগ করা যাবে না যদি না বাদীর উন্নততর স্বত্ত্বাগম এবং আপাতদৃষ্টিতে ভাল মামলা থাকে।

রিসিভারের ক্ষমতাঃ যে আদালত রিসিভার নিয়োগ করে থাকেন সে আদালতই তার ক্ষমতা নির্ধারণ করে দেন। সম্পত্তি সংক্রান্ত মামলা আনয়ন, মামলা প্রতিহত করণ, পাওনা আদায়করণ, ব্যবস্থাপনা সংরক্ষন, রক্ষনাবেক্ষণ ও সম্পত্তির উন্নয়ন, ভাড়া প্রদান এবং দলিল কার্যকরী করার ব্যাপারে মালিকের যে ক্ষমতা রয়েছে তেমন সকল ক্ষমতা অর্পন করা যায়, অথবা আদালত যেরূপ ক্ষমতা উপযুক্ত মনে করবেন তা প্রদান করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক