বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ও অন্যান্য সম্পত্তির মধ্যে পার্থক্য দেখাও


প্রশ্নঃ বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ও অন্যান্য সম্পত্তির মধ্যে পার্থক্য দেখাও।

Distinguish between intellectual property and other kinds of properties.

উত্তরঃ সাধারণ অর্থে সম্পত্তি বলতে যা বুঝায় মেধাভিত্তিক সম্পত্তি তা হতে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। এগুলোর মধ্যে নিম্নোক্ত পার্থক্য বিদ্যমানঃ

১. সম্পত্তি মূলত দু'ধরনের স্থাবর সম্পত্তি ও অস্থাবর সম্পত্তি। কিন্তু বুদ্ধিবৃত্তিক সম্পত্তি এর বাইরে এক স্বতন্ত্র শ্রেণির অন্তর্ভুক্ত।

২. সাধারণ সম্পত্তি স্পর্শ করা যায় বা দেখা যায় অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য হয় যদিও কিছু সম্পত্তি আছে অইন্দ্রিগ্রাহ্য যেমন- ইজারা, বন্ধক, পথ চলার অধিকার, কিন্তু বুদ্ধিবৃত্তির সম্পত্তি সকল সময় অইন্দ্রিগ্রাহ্য, এর অস্তিত্ব অনুভব করা যায় মাত্র।

৩. একটি গ্রন্থ অস্থাবর সম্পত্তি। এর প্রকাশক বা ক্রেতা ঐ গ্রন্থের মালিক। কিন্তু গ্রন্থে যে ধারণা প্রতিফলিত হয়েছে তা বুদ্ধিবৃত্তিক সম্পত্তি। গ্রন্থের মালিক নির্বিশেষে গ্রন্থের রচয়িতা এ বুদ্ধিবৃত্তির সম্পত্তির মালিক।

৪. অস্থাবর ও স্থাবর সম্পত্তির নিয়ন্ত্রণ হয় যথাক্রমে পণ্য বিক্রয় আইন, ১৯৩০ এবং সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ দ্বারা। যদিও আইনের প্রক্রিয়ায় যেমন- উত্তরাধিকার আইন, উইল, আদালতের রায় দ্বারাও সম্পত্তির হস্তান্তর হয়ে থাকে। কিন্তু বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন অন্য আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কপিরাইট আইন, ২০০০; প্যাটেন্ট ও ডিজাইন আইন, ১৯১১; ট্রেডমার্ক আইন, ২০০৮ দ্বারা এগুলো নিয়ন্ত্রিত হয়৷ অবশ্য প্রতিক্ষেত্রে চুক্তি আইনের প্রয়োগ হয়৷

৫. সাধারণ সম্পত্তির প্রকৃতি ও পরিধি ব্যাপক, কিন্তু বুদ্ধিবৃত্তির সম্পত্তি পরিধি সীমিত।

৬. সকল সাধারণ সম্পত্তি বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অন্তর্ভুক্ত নয়। কিন্তু সকল বুদ্ধিবৃত্তিক সম্পত্তি স্থুল অর্থে সাধারণ সম্পত্তির অন্তর্ভুক্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক