স্বীকৃতির গুরুত্ব আলোচনা কর। স্বীকৃতির আইনগত ফলাফল কি?


প্রশ্নঃ স্বীকৃতির গুরুত্ব বা স্বীকৃতির আইনগত ফলাফল কি? আলোচনা কর।

ভূমিকাঃ স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ স্বীকৃতির মাধ্যমে কোন রাষ্ট্রের আন্তর্জাতিক ব্যক্তিসত্ত্বা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ স্বীকৃতির মাধ্যমে কোন ভূ-খণ্ড রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে।

স্বীকৃতি (Recognition) কাকে বলেঃ কোন প্রতিষ্ঠিত রাষ্ট্র, নতুন গঠিত কোন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে মেনে নেওয়া কে স্বীকৃতি বলে।

অধ্যাপক ওপেনহাম এর মতে, 'কোন রাষ্ট্র শুধু স্বীকৃতির মাধ্যমেই আন্তর্জাতিক সত্ত্বা লাভ করে এবং আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু হিসেবে গণ্য হয়।'

অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত একটি রাষ্ট্রে আন্তর্জাতিক ব্যক্তিসত্ত্বা প্রতিষ্ঠিত হয় না। কারো কারো মতে স্বীকৃতি না পাওয়া পর্যন্ত একটি রাষ্ট্র পূর্ণতা লাভ করে না।

এই স্বীকৃতি কোন অধিকার নয়। অর্থাৎ অধিকার হিসেবে স্বীকৃতি দাবী করা যায় না । আন্তর্জাতিক আইনে নতুন গঠিত রাষ্ট্রকে স্বীকৃতি দানের ব্যাপারে পুরাতন রাষ্ট্রের উপর কোন বাধ্যবাধকতা সৃষ্টি করা হয় নি। এটি নির্ভর করে সম্পূর্ণভাবে কোন রাষ্ট্রের মর্জির উপর।

স্বীকৃতির গুরুত্ব আলোচনা অথবা স্বীকৃতির আইনগত ফলাফলঃ আন্তর্জাতিক আইন অনুযায়ী নতুন গঠিত একটি রাষ্ট্রকে অন্যান্য রাষ্ট্র কর্তৃক আনুষ্ঠানিকভাবে মেনে নেওয়া কে স্বীকৃতি বলে। এই স্বীকৃতির গুরুত্ব অনেক। নিম্নে তা উল্লেখ করা হলোঃ 

(১) কূটনৈতিক সম্পর্ক স্থাপন : কোন দেশ স্বীকৃতি লাভ করলে অন্যান্য দেশের সাথে তার কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। স্বীকৃতি ব্যতীত কোন দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।

(২) স্বীকৃতিদাতার এখতিয়ার বহির্ভূত : কোন দেশকে স্বীকৃতি প্রদান করা হলে স্বীকৃতিপ্রাপ্ত দেশ স্বীকৃতিদাতা দেশের আদালতের এখতিয়ার বহির্ভূত হয়।

(৩) সম্পত্তি উদ্ধার : কোন দেশকে স্বীকৃতি প্রদান করা হলে স্বীকৃতিপ্রাপ্ত দেশের যে সকল সম্পত্তি স্বীকৃতিদাতা দেশের এখতিয়ারে থাকে তা দাবি করতে পারে।

(৪) পূর্বের লেনদেন বৈধ হিসেবে গণ্য : স্বীকৃতিদাতা দেশ স্বীকৃতিপ্রাপ্ত দেশের যে সকল লেনদেন পূর্বে অবৈধ মনে করতো স্বীকৃতি প্রদানের ফলে উক্ত লেনদেন বৈধ হিসেবে গণ্য হবে।

(৫) সন্ধি বা চুক্তি সম্পাদন : স্বীকৃতি প্রদানের ফলে উভয় দেশ পরস্পর সন্ধি বা বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হতে পারে। 

(৬) মামলা দায়েরের ক্ষমতা : স্বীকৃতিপ্রাপ্ত হলে উক্ত দেশ অন্য দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে পারে।

(৭) মামলার প্রতিপক্ষ হিসেবে ক্ষমতা : স্বীকৃতিপ্রাপ্ত দেশের বিরুদ্ধে অন্য কোন দেশ যদি মামলা দায়ের করে তাহলে উক্ত দেশ প্রতিপক্ষ হয়ে মামলার মোকাবেলা করতে পারে।

উপসংহারঃ স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ স্বীকৃতির মাধ্যমে কোন রাষ্ট্রের আন্তর্জাতিক ব্যক্তিসত্ত্বা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ স্বীকৃতির মাধ্যমে কোন ভূ-খণ্ড রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে। কোন রাষ্ট্র স্বীকৃতি লাভ করলেই কেবল আন্তর্জাতিক বিভিন্ন দায়িত্ব পালন করতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক