হস্তলেখা প্রমাণের বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর


প্রশ্নঃ
 হস্তলেখা প্রমাণের বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর।

উত্তরঃ ১৯৭২ সালের সাক্ষ্য আইনের বিধান মোতাবেক নিম্নলিখিত পদ্ধতি অনুযায়ী কোন ব্যক্তির হাতের লেখা প্রমাণ করা যায়-

(১) হস্তলেখা বিশেষজ্ঞের অভিমত দ্বারা' : সাক্ষ্য আইনের ৪৫ ধারা অনুসারে যখন কোন বিদেশী আইন, বিজ্ঞান বা চারুকলা বিষয়ে, অথবা হস্তাক্ষর বা টিপসহির সাদৃশ্যের প্রশ্নে আদালতকে কোন সিদ্ধান্তে উপনীত হতে হয় তখন সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিদেশী আইন, অথবা বিজ্ঞান বা চারুকলা বিষয়ে অথবা হস্তাক্ষর বা টিপসহির সাদৃশ্যের প্রশ্নে যে সকল লোকের বিশেষ জ্ঞান বা পারদর্শিতা আছে তাদের অভিমত প্রাসঙ্গিক ঘটনা। এ সকল লোককে সাক্ষ্য আইনে হস্তরেখা বিশেষজ্ঞ বলা হয়।

(২) হস্তাক্ষরের সঙ্গে পরিচিত কোন ব্যক্তির অভিমত দ্বারা : সাক্ষ্য আইনের ৪৭ ধারার বিধান অনুসারে কোন একটি দলিল যে ব্যক্তি দ্বারা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে সে সম্পর্কে আদালতকে যখন কোন সিদ্ধান্তে উপনীত হতে হয়, তখন যে ব্যক্তি দ্বারা এটি লিখিত বা স্বাক্ষরিত হয়েছে বলে মনে করা হয় সেক্ষেত্রে উক্ত ব্যক্তি দ্বারা এটি লিখিত বা স্বাক্ষরিত হয়েছে বা 'হয়নি এ মর্মে উক্ত ব্যক্তির হস্তাক্ষরের সাথে সুপরিচিত কোন ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক ঘটনা। কোন ব্যক্তি অন্য ব্যক্তির হস্তাক্ষরের সাথে পরিচিত বলতে বুঝায় সে উক্ত ব্যক্তিকে কোন সময় লিখতে দেখেছে অথবা ব্যবসায়ের ধারা অনুযায়ী দ্বিতীয় ব্যক্তির প্রস্তাবিত লিখিত দলিল উক্ত ব্যক্তির নিকট পেশ করা হয়েছে।

(৩) লেখকের নিজের সাক্ষ্য দ্বারা : সাক্ষ্য আইনের ৬৭ ধারার বিধান মোতাবেক কোন দলিল যখন কোন ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত অথবা সম্পূর্ণ বা আংশিক লিখিত হয়েছে বলে দাবি করা হয়, তখন উক্ত ব্যক্তির স্বাক্ষর অথবা দলিলের যে অংশ সে ব্যক্তির হস্তলিখিত বলে দাবি করা হয় সে অংশ যে প্রকৃত তারই লেখা এটা আদালতে এসে তাকেই প্রমাণ করতে হবে।

(৪) আদালতের সন্তুষ্টি বা অনুমোদনক্রমে স্বাক্ষর হস্তাক্ষর বা সীলমোহর দ্বারা : সাক্ষ্য আইনের ৭৩ ধারা অনুসারে যখন কোন স্বাক্ষর, হস্তাক্ষর বা সীলমোহর যে ব্যক্তির বলে বুঝানো হয়, সেটি তার কি-না, তা নির্ণয় করার জন্য যে স্বাক্ষর, হস্তাক্ষর বা সীলমোহর তার বলে যা আদালতের সন্তুষ্টিতে প্রমাণিত হয়েছে তা উপরি উক্ত যে স্বাক্ষর, হস্তাক্ষর বা সীলমোহর প্রমাণ করতে হবে, তার সঙ্গে তুলনা করা যেতে পারে, যদি সে সাক্ষীর হস্তাক্ষর বা সীলমোহর অন্য কোন উদ্দেশ্যে উপস্থাপিত না হয়ে থাকে।

অনুরূপভাবে কোন কথা বা অঙ্ক কোন বিশেষ ব্যক্তি কর্তৃক লিখিত বলে দাবি করা হয়ে থাকলে আদালত যাতে সে কথা বা অঙ্কের সাথে সেটি তুলনা করতে পারেন সেজন্য আদালতে উপস্থিত ব্যক্তিকে সে কথা বা অঙ্ক লেখার জন্য আদালত নির্দেশ দিতে পারেন।

এ বিধান প্রয়োজনীয়রূপে সংশোধিত আকারে টিপসহির ক্ষেত্রেও প্রযোজ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক