What is the appeal? Are the parties to an appeal entitled to produce additional evidence before the Appellate court?
আপীলঃ সাধারণত কোন আদালতের রায় বা সিদ্ধান্ত সম্পর্কে অসন্তুষ্ট পক্ষ কর্তৃক তা বাতিল বা সংশোধনের জন্য উচ্চতর আদালতে মেমোরেণ্ডাম আকারে আবেদন করাকে আপীল বলে। [নগেন্দ্ৰ বনাব সুরেশ ৩৬সি ডব্লিউ এন ৮০৩] ভারতীয় আদালত আপীল সম্পর্কে আরো বলেছেন যে, এটা হচ্ছে, নিম্ন আদালতের ডিক্রী বাতিল করার জন্য আইনে প্রদত্ত একটি প্রতিকার।
আপীল একটা স্বতন্ত্র মোকদ্দমা নয়, মূল মামলার এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। তাই আপীল কোর্টের ডিক্রী, মূল মামলার ডিক্রী হিসেব গণ্য হয়। দেওয়ানী কার্যবিধিতে আপীলের সংজ্ঞা দেয়া নাই। কিন্তু ৯৬ ধারায় বলা হয়েছে যে, বিপরীত মর্মে অন্য কোথাও কিছু বলা যায় না থাকলে আদি এখতিয়ার (Original jurisdiction) প্রয়োগকারী আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেক ডিক্রীর বিরুদ্ধে ক্ষমতাপ্রাপ্ত আদালতে আপীল করা যাবে।
আপীল আদালতে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণঃ আপীল আদালত অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করতে পারে কি না সে সম্পর্কে ৪১ নম্বর আদেশের ২৭ নম্বর বিধিতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে,
১. আপীলের কোন পক্ষ আপীল আদালতে মৌখিকভাবে বা দলিলের মাধ্যমে অতিরিক্ত প্রমাণ দাখিল করতে পারবে না । কিন্তু যদি,
(ক) যে আদালতের ডিক্রীর বিরুদ্ধে আপীল দায়ের করা হয়েছে সে আদালত এমন কোন প্রমাণ অগ্রাহ্য করে থাকেন, যা গ্রহণ করা উচিৎ ছিল। অথবা,
(খ) রায় দানের সুবিধার্থে বা অন্য কোন গুরুত্বপূর্ণ কারণে আপীল আদালত কোন দলিল উপস্থাপন করা বা কোন সাক্ষীর জবানবন্দী গ্রহণ করা প্রয়োজন মনে করেন তবে আদালত উক্ত দলিল বা প্রমাণ উপস্থাপন করার বা সাক্ষীর জবানবন্দী গ্রহণ করার অনুমতি দিতে পারেন।
২. যে ক্ষেত্রে আপীল আদালত অতিরিক্ত প্রমাণ দাখিলের অনুমতি দান করেন, সেক্ষেত্রে আদালত এর কারণ লিপিবদ্ধ করে রাখবেন।
0 মন্তব্যসমূহ