প্রশ্নঃ সাক্ষ্য আইন কি স্বয়ংসম্পূর্ণ সংহিতা?
সাক্ষ্য আইন স্বয়ংসম্পূর্ণ সংহিতা কিনাঃ ব্রিটিশ শাসনামলে ১৮৭২ সালে এ দেশে যে সাক্ষ্য আইনটি প্রণীত হয়েছিল তা আজও বলবৎ রয়েছে। এটা একটি সংবিধিবদ্ধ আইন, কিন্তু তা কোন ক্রমে পূর্ণাঙ্গ আইন নয়। এর পূর্বে কলকাতা, মাদ্রাজ ও বোম্বাই শহরে ব্রিটিশ সাক্ষ্য আইন প্রচলিত ছিল এবং অন্যত্র মুসলিম ও হিন্দু আইন ছাড়াও প্রথাগত আইন ছিল। এগুলোকে একত্রীকরণের মাধ্যমে আইনটি সুবিন্যস্ত করা হয়েছে। মামলার পক্ষগণ ইচ্ছামত যে কোন বিষয়ে সাক্ষ্য উপস্থাপন করতে পারে না। সাক্ষ্য আইনে প্রদত্ত নিয়মাবলীর মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়৷
0 মন্তব্যসমূহ