প্রশ্নঃ তামাদি আইনে স্বীকৃতি কি? এর অপরিহার্য উপাদানগুলি কি কি? পর্যাপ্ত এবং অপর্যাপ্ত দায় স্বীকৃতির উদাহরণ দাও।
স্বীকৃতি (Acknowledgement): সাধারণত স্বীকৃতি বলতে কোন কিছু মেনে নেয়া বা স্বীকার করা বুঝায়। কোন ঋণ পরিশোধ বা সম্পত্তির দাবী পরিশোধের ক্ষেত্রে তামাদি হবার পূর্বে ঋণগ্রহীতা বা সম্পত্তি দাতা যদি তা পরিশোধের বা সম্পত্তির দাবী মেটানোর নতুন অঙ্গীকার করে তবে তামাদি আইনে তাকে স্বীকৃতি বলে। তামাদি আইনের ১৯ হতে ২১ ধারায় স্বীকৃতির ফলাফল সম্পর্কে বিধান রয়েছে। দায়-স্বীকৃতির তারিখ হতে নতুনভাবে তামাদিকাল গণণা করা হয়।
স্বীকৃতির অপরিহার্য উপাদানঃ
১. স্বীকৃতিটি অবশ্যই লিখিত হতে হবে।
২. যে ব্যক্তির নিকট হতে সম্পত্তি বা অধিকার দাবী করা হচ্ছে সে ব্যক্তি কর্তৃক অথবা তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কর্তৃক স্বীকৃতিটি স্বাক্ষরিত হতে হবে।
৩. স্বীকৃতি অবশ্যই মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বেই সম্পাদন করতে হবে।
৪. স্বীকৃতিতে দায় স্বীকার অবশ্যই থাকতে হবে। দেনা পরিশোধের অঙ্গীকার না থাকলেও চলবে।
৫. স্বীকৃতিটি পাওনাদারের নিকট অথবা সংশ্লিষ্ট অধিকারীর নিকট না করে অন্যের নিকট করলেও তা আইনত স্বীকৃতি হিসেবে গণ্য হবে।
পর্যাপ্ত ও অপর্যাপ্ত দায়-স্বীকৃতিঃ স্বীকৃতি অবশ্য লিখিত ও স্বাক্ষরিত হতে হবে। এরূপ স্বীকৃতিকে পর্যাপ্ত দায়-স্বীকৃতি বলে। মৌখিক স্বীকৃতিও গ্রহণযোগ্য। কিন্তু তা অপর্যাপ্ত। দেনা পরিশোধের বিষয় উল্লেখ না করে শুধু দেনার কথা স্বীকার করলেই তা পর্যাপ্ত স্বীকৃতি হিসেবে গণ্য হবে।
0 মন্তব্যসমূহ