দেওয়ানী কার্যবিধির কোন কোন ধারা ১৮৮৭ সালের “স্মল কজ কোর্টস” এ্যাক্ট-এর অধীনে গঠিত আদালতের ক্ষেত্রে প্রযোজ্য নয়?


প্রশ্নঃ দেওয়ানী কার্যবিধির কোন কোন ধারা ১৮৮৭ সালের “স্মল কজ কোর্টস” এ্যাক্ট-এর অধীনে গঠিত আদালতের ক্ষেত্রে প্রযোজ্য নয় তা বর্ণনা কর।

১৮৮৭ সালের “স্মল কজ কোর্টস্” এ্যাক্টঃ ১৮৮৭ সালের “স্মল কজ কোর্টস্” এ্যাক্ট এর অধীনে গঠিত আদালতের ক্ষেত্রে দেওয়ানী কার্যবিধির নিম্নলিখিত ধারাগুলি প্রযোজ্য হয় নাঃ

ধারা ৯, ৯১, ৯২, ৯৪ ও ৯৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক