সরকারি দলিল কি? কোন দলিল সম্পর্কে আদালত অবশ্যই অনুমান করবে?



প্রশ্নঃ কখন আদালত কতকগুলো দলিল সম্পর্কে বিশেষ ঘটনা অবশ্যই অনুমান করবে? কোন দলিলগুলো সরকারি দলিল? 

উত্তর: যে সকল দলিল সম্পর্কে আদালত অবশ্যই অনুমান করবেঃ এই প্রত্যয়টি সম্পর্কে আইনের ৭৯ হতে ৮৫ ধারা, ৮৯ ও ১০৫ ধারায় বিধান রয়েছে।

ধারা ৭৯ সার্টিফিকেট জাবেদা নকল কিংবা অন্য প্রকার সত্যায়িত দলিল আদালতে দাখিল করা হলে তা যথার্থ বলে আদালত ধরে নিবেন।

ধারা ৮০-এই ধারা অনুযায়ী লিপিবদ্ধ সাক্ষ্যের বিবরণী যা বিচার কার্যক্রম সাক্ষী যা বলেছে, বা কোন ক্ষমতাসম্পন্ন কর্মচারীর নিকট সাক্ষ্য বলেছে ও জজ বা ম্যাজিস্ট্রেটের নিকট আইনানুগভাবে সাক্ষী যে বিবৃতি বা স্বীকারোক্তি দিয়েছে তা যথার্থ বলে আদালত ধরে নিবেন।

ধারা ৮১- এই ধারা অনুসারে আদালত প্রমাণ ব্যতিরেকেই যেগুলি যথার্থ বলে ধরে নিবেন সেগুলি হচ্ছে—(ক) লন্ডন গেজেট, (খ) সরকারী গেজেট, (গ) ব্রিটিশ উপনিবেশের সরকারী গেজেট, (ঘ) সংবাদপত্র, (ঙ) সাময়িক পত্রিকা (চ) যুক্তরাজ্যের সরকার কর্তৃক মুদ্রিত সংসদীয় আইন ও (ছ) আইনে নির্দিষ্ট ব্যক্তি দ্বারা রক্ষিত অন্যান্য দলিল।

ধারা ৮২- ইংল্যান্ডে যে সকল দলিল প্রমাণ ব্যতীত গ্রহণ হয় সে সকল দলিল এদেশেই একইভাবে গৃহীত হবে।

ধারা ৮৩- সরকারের কর্তৃত্বাধীনে প্রণীত মানচিত্র বা নকসা সঠিক বলে আদালত ধরে নিবেন ।

ধারা ৮৪- আইনের পুস্তক ও আদালতের সিদ্ধান্ত সরকারের কর্তৃত্বাধীনে প্রকাশিত হলে তা বিশুদ্ধ বলে আদালত ধরে নিবেন। 

ধারা ৮৫-এ ধারায় মোক্তারনামা বিশুদ্ধ বলে আদালত ধরে নিবেন।

ধারা ৮৯-নোটিশ দেয়া সত্ত্বেও যে দলিল আদালতে দাখিল করা হয়নি সেই দলিলের স্ট্যাম্প, সম্পাদন ও প্রত্যয়ন যথাযথ হয়েছিল বলে আদালত অবশ্যই ধরে নিবেন৷

সরকারি দলিলঃ সাক্ষ্য আইনের ৭৪ ধারায় সরকারী দলিলের যে সংজ্ঞা দেয়া হয়েছে তা নিম্নরূপ-

(১) যে সমস্ত দলিল, (ক) কোন সার্বভৌম কর্তৃপক্ষের, (খ) সরকারী প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের এবং (গ) বাংলাদেশের বা কমনওয়েলথের কোন অংশের অথবা বিদেশের আইন প্রণয়নকারী বিচার বিভাগীয় কোন অফিসারের কার্য অথবা কার্যের লিপিবদ্ধ বিবরণ।

(২) বাংলাদেশে সরকারীভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড।

কতিপয় ক্ষেত্র ব্যতীত সরকারী কার্য প্রকাশ্যভাবে করা হয়। কাজেই সরকারী দলিল প্রমাণের পদ্ধতি ব্যক্তিগত বা প্রাইভেট দলিল প্রমাণের পদ্ধতি হতে ভিন্ন। 

মামলার সিদ্ধান্তে নিম্নলিখিত দলিলকে সরকারী দলিল হিসেবে গণ্য করা হয়েছেঃ 

* সরকারী কর্মচারীর কার্যাবলী লিপিবদ্ধ করার নথিপত্র; 

* সরকারী কর্তকর্তা কর্তৃক সরকারী কার্য সম্পাদন করতে গিয়ে যে দলিল হয়েছে তা, কিন্তু ঐ দলিল সরকারী কর্মকর্তার নিজ ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে থাকলে তা সরকারী দলিল হবে না।

* বিচার সংক্রান্ত লিপিবদ্ধ বিষয়;

* জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রার;

* রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রস্তুতকৃত হিসাব; 
* আরজি ও জবাব; কিন্তু আরজি ও জবাব আলাদাভাবে সরকারী দলিল নয় বলে অনেক হাইকোর্ট অভিমত ব্যক্ত করেছেন। 

* আদালতের রায় ও ডিক্রি; 

* গ্রেফতারী পরোয়ানা; 

* আয়কর কর্মকর্তার ট্যাক্স ধার্যের আদেশ; 

* কোর্টে গৃহীত সাক্ষীর জবানবন্দী; কিন্তু

এজাহার এবং আদম শুমারীর রেজিস্ট্রার পুলিশের নিকট প্রেরিত রিপোর্ট, থানার ডায়েরী বিভাগীয় তদন্তে সাক্ষীর জবানবন্দী সরকারী দলিল নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক