প্রশ্নঃ বিভিন্ন কর্মে কপিরাইটের মেয়াদ সম্পর্কে কপিরাইট আইনে কী বিধান আছে তা আলোচনা কর।
Discuss the provisions for the duration of copyright in the copyright Act.
উত্তরঃ কপিরাইট আইনের পঞ্চম অধ্যায় ২৪ হতে ৩২ ধারায় কপিরাইটের মেয়াদ সম্পর্কে বিধান রয়েছে। সেগুলো নিম্নরূপ-
১. সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্পকর্মের ক্ষেত্রে প্রণেতার মৃত্যুর পরবর্তী পঞ্জিকা বছর হতে ৬০ বছর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকবে। (ধারা – ২৪)
২. যৌথ প্রণেতার ক্ষেত্রে, যিনি শেষে মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুর পরবর্তী পঞ্জিকা বছর হতে ৬০ বছর পর্যন্ত। তবে মৃত্যুর পূর্বে যদি এর অভিযোজন প্রকাশিত হয়ে থাকে তবে প্রকাশের পরবর্তী পঞ্জিকা বছর হতে ৬০ বছর পর্যন্ত কপিরাইট বহাল থাকবে। (ধারা– ২৫)
৩. চলচ্চিত্র ফিল্মের ক্ষেত্রে যে বছর কর্মটি প্রকাশিত হয়েছে তার পরবর্তী পঞ্জিকা বছর হতে ৬০ বছর পর্যন্ত কপিরাইট বহাল থাকবে। (ধারা– ২৬)
৪. শব্দ রেকর্ডিং-এর ক্ষেত্রে, যে বছর রেকর্ডিং প্রথম প্রকাশিত হয়েছে তার পরবর্তী পঞ্জিকা বছর হতে ৬০ বছর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকবে। (ধারা– ২৭)
৫. ফটোগ্রাফের ক্ষেত্রে, যে বছর ফটোগ্রাফটি প্রকাশিত হয়েছে তার পরবর্তী পঞ্জিকা বছর হতে ৬০ বছর। (ধারা- ২৮)
৬. কম্পিউটার সৃষ্টকর্মের ক্ষেত্রেও যে বছর কর্মটি প্রথম প্রকাশিত হয়েছে তার পরবর্তী পঞ্জিকা বছর হতে ৬০ বছর পর্যন্ত। (ধারা- ২৮ ক)
৭. বেনামি বা ছদ্মনামে প্রকাশিত কোন সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্পকর্মের ক্ষেত্রে যে বছর কর্মটি প্রথম প্রকাশিত হয়েছে তার পরবর্তী পঞ্জিকা বছর হতে ৬০ বছর পর্যন্ত। (ধারা- ২৯)
৮. কোন সরকারি কর্মের ক্ষেত্রে, সরকার কর্মের কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হলে যে বছর কর্মটি প্রথম প্রকাশিত হয়েছে তার পরবর্তী ৬০ বছর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকবে। (ধারা- ৩০)
৯. স্থানীয় কর্তৃপক্ষ কোন কর্মের কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হলে যে বছর কর্মটি প্রথম প্রকাশিত হয়েছে তার পরবর্তী পঞ্জিকা বছর হতে ৬০ বছার পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকবে । (ধারা -৩১)
১০. ধারা ৬৮ প্রযোজ্য হয় এমন কোন আন্তর্জাতিক সংগঠন কর্মের ক্ষেত্রে যে বছর কর্মটি প্রথম প্রকাশিত হয়েছে তার পরবর্তী পঞ্জিকা বছর হতে ৬০ বছরে পর্যন্ত কপিরাইট বহাল থাকবে । (ধারা- ৩২)
১১. সম্প্রচারের ক্ষেত্রে যে বছর প্রথম সম্প্রচার করা হয়েছে তার পরবর্তী পঞ্জিকা বছরের শুরু থেকে ২৫ বছর পর্যন্ত পুন: সম্প্রচারের অধিকার থাকবে। (ধারা- ৩৩)
১২. পারফর্মারের ক্ষেত্রে যে বছর প্রথম পারফরম্যান্স প্রকাশিত হয়েছে তার পরবর্তী পঞ্জিকা বছরের ৫০ বছর পর্যন্ত এ অধিকার বিদ্যমান থাকবে। (ধারা- ৩৫)
0 মন্তব্যসমূহ