জন লক কোন পটভূমিতে "Two Treaties on Civil Government" গ্রন্থটি রচনা করেছিলেন?


প্রশ্নঃ লক কোন পটভূমিতে "Two Treaties on Civil Government" গ্রন্থটি রচনা করেছিলেন?

ভূমিকাঃ সতেরো শতকের রাজনৈতিক চিন্তাধারায় সমসামরিক দার্শনিকদের মধ্যে জন লক বিশিষ্ট স্থান করে আছেন। তার অমরকীর্তির মধ্যে "Two Treaties on Civil Government" বিশেষ ভাবে উল্লেখযোগ্য। উক্ত গ্রন্থে তিনি রাজনৈতিক আনুগত্যের বিষয় নিয়ে আলোচনা করেছেন। যে পটভূমিতে লক "Two Treaties on Civil Government" গ্রন্থটি রচনা করেছেন, নিচে তা নিয়ে আলোচনা করা হলো-

সমকালীন রাজনৈতিক চিত্রঃ জন লক তার বিখ্যাত গ্রন্থে সমকালীন রাজনীতির বাস্তব চিত্র তুলে বলেছেন। রাজনীতি নিয়ে রচিত হলেও তা হবসের 'লেভিয়েথানের' ন্যায় একটি কালোত্তীর্ণ সাহিত্যকর্মের মর্যাদা লাভ করছে। এই গ্রন্থের দ্বিতীয় খন্ডে তার প্রকৃত রাষ্ট্রদর্শন প্রকাশ পেয়েছে।

রাজা ইউলিয়ামের সিংহাসনকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করাঃ জন লক এই গ্রন্থের মাধ্যমে রাজা ইউলিয়ামের সিংহাসনকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। লক নিজেই তার গ্রন্থের ভূমিকায় বলেছেন, প্রবন্ধদ্বয় লেখার পেছনে আমার উদ্দেশ্য হলো আমি বর্তমান রাজা উইলিয়াম, আমাদের মহান ত্রাণকর্তা, সিংহাসনকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার ব্যাপারে সাহায্য করতে চাই।

রাজনৈতিক স্থিতিশীল অবস্থার দিকে অগ্রসরঃ তার গ্রন্থটি যখন প্রকাশিত হয় ইংল্যান্ডে স্টুয়ার্ড রাজাদের স্বৈরাচারী শাসনের অবসান হয়ে গেছে এবং নতুন রাজদম্পতি উইলিয়াম অবতরঙ্গ ও রাণী মেরীর সঙ্গে পার্লামেন্টের ঘনিষ্ঠ বোঝাপড়া হতে শুরু করেছে।

ইংল্যান্ডে রক্তপাতহীন গৌরবময় বিপ্লবঃ সপ্তদশ শতাব্দীর চল্লিশের দশকে ইংল্যান্ডের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ। এই দশকে দু'টি রক্তাক্ত গৃহযুদ্ধ অনুষ্ঠিত হয় এবং রাজা চার্লস প্রথমকে হত্যা করা হয়। কমনওয়েলের সাথে পার্লামেন্টের বনিবনা না হওয়ায় ১৬৬০ খ্রিষ্টাব্দে আবার রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় চার্লসের পর তার ভ্রাতা দ্বিতীয় জেম্স রাজা হন। তার সময় স্টুয়ার্ড স্বৈরতন্ত্র চরম আকার ধারণ করে। রাজার স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে দেশের হুইগ ও টোরি নেতৃবৃন্দ সম্মিলিতভাবে উইলিয়াম অব অরেঙ্গকে আহ্বান জানায়। ইংল্যান্ডকে ক্যাথলিক ও স্টুয়ার্ড স্বেচ্ছাচারিতার রাহুগ্রাস থেকে মুক্ত করার জন্য যুবরাজ উইলিয়াম ১৬৬৮ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডে পদার্পন করলে পার্লামেন্ট, রাজা ও সৈন্যবাহিনী সকলেই তাকে ত্রাণকর্তা হিসাবে বরণ করে। ফলে স্টুয়ার্ড স্বৈরতন্ত্রের পতন হয়। বস্তুত এটিই ইংল্যান্ডের রক্তপাতহীন গৌরবময় বিপ্লব এবং এই বিপ্লবের পটভূমিতে লক "Two Treaties on Civil Government" রচনা।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, সতেরো শতকের রাজনৈতিক চিন্তাধারায় সমসামরিক দার্শনিকদের মধ্যে জন লক বিশিষ্ট স্থান করে আছেন। তার অমরকীর্তির মধ্যে "Two Treaties on Civil Government", উক্ত গ্রন্থে তিনি রাজনৈতিক আনুগত্যের বিষয় নিয়ে আলোচনা করেছেন। যে পটভূমিতে লক "Two Treaties on Civil Government" গ্রন্থটি রচনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক