অথবা, লক আইন বিভাগকে সর্বশ্রেষ্ঠ বিভাগ বলেছেন কেন?
ভূমিকাঃ ইংরেজ দার্শনিক জন লক তার রাজনৈতিক দর্শনের জন্যই চিরস্মরণীয় হয়ে থাকবেন। "Two Treaties on Civil Government" তার বিখ্যাত রচনাকর্ম। লকের মতে, সরকারের তিনটি বিভাগের মধ্যে আইনবিভাগ হচ্ছে সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ বিভাগ৷
জন লক আইন বিভাগকে সর্বশ্রেষ্ঠ বিভাগ বলার কারণঃ নিচে জন লকের আইন বিভাগকে সর্বশ্রেষ্ঠ বিভাগ বলার কারণ দেয়া হলো-
প্রকৃতির আইনের সঠিক ব্যাখ্যার জন্য একটি সর্বসম্মত মান নির্ধারণঃ লকের মতে, সরকারের অধিকার রক্ষা করা। প্রাকৃতিক আইনের যথার্থ স্বরূপ কী তা নির্ধারণ করা। এই কাজ যে বিভাগ সম্পাদন করে। তাই আইন বিভাগ তার মতে এই বিভাগই সরকারের সর্বোচ্চ বিভাগ।
রাষ্ট্রের যথার্থ প্রতিনিধিঃ আইনবিভাগ রাষ্ট্রের যথার্থ প্রতিনিধি হিসেবে কাজ করে এবং প্রাকৃতিক অধিকার রক্ষার্থে প্রয়োজনীয় নিরাপত্তা বিধানের জন্য যে মূল চুক্তি সম্পাদিত হয় তার চূড়ান্ত সংরক্ষণের ভূমিকা পালন করে।
সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ করেঃ রাষ্ট্রের কার্যাবলির মধ্যে আইন প্রণয়নের কাজ সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ। তাই আইনবিভাগের ক্ষমতা ও মর্যাদা সবচেয়ে বেশি।
সর্বোচ্চ ক্ষমতাধর বিভাগঃ আইনবিভাগ রাষ্ট্রের অন্যান্য বিভাগের তুলনার সর্বোচ্চ ক্ষমতাধর বিভাগ। লকের মতে, একজনের হাতেই থাকুক আর একাধিক লোকের হাতে থাকুক সবসময় সাময়িক অধিবেশনে থাকুক, আর সাময়িক অধিবেশনে না থাকুক, প্রত্যেকটি কমনওয়েলথের মধ্যে আইনবিভাগের ক্ষমতাই সর্বোচ্চ।
পরিশেষঃ উপর্যুক্ত কারণে জন লক আইনবিভাগকে সর্বশ্রেষ্ঠ বিভাগ বলেছেন। জন লক আইনবিভাগের সর্বোচ্চ ক্ষমতার কথা বলে যা বোঝাতে চেয়েছেন তার অর্থ এই নয় যে, এই বিভাগ সার্বভৌম ক্ষমতার অধিকারী। আইনবিভাগ সর্বোচ্চ তার অর্থ হলো তা অন্যান্য বিভাগের তুলনার সর্বোচ্চ, রাষ্ট্রের তুলনায় নয়।
0 মন্তব্যসমূহ