এলএল.বি (ফাইনাল) সাজেশন্স-২০২২ (পাস কোর্স, আইন বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়)[সকল বিষয়ের সাজেসান্স ও উত্তরপত্র আমাদের ওয়েবসাইটে সার্চ দিলেই পাওয়া যাবে]
এলএল.বি (ফাইনাল) সাজেশন্স-২০২০ (অনুষ্ঠিত-২০২২)
অষ্টম পত্র- সিভিল, ক্রিমিনাল-ড্রাফটিং ও ও প্রোফেশনাল এথিকস (৫০ নম্বর)
“ক” বিভাগঃ সিভিল ড্রাফটিং (১টি প্রশ্নের উত্তর দিতে হবে)
১। একটি দেওয়ানী মামলার আরজিতে কি কি বিষয় সন্নিবেশিত থাকা প্রয়োজন? টাকার মোকদ্দমা রজুর জন্য একটি আরজি প্রস্তুত কর।
২। একটি দেওয়ানী মোকদ্দমার আজিতে কি কি বিষয় সন্নিবেশিত থাকা প্রয়োজন? একটি বন্টনের মোকদ্দমা রজুর জন্য একটি আরজি প্রস্তুত কর।
৩। বিক্রয় দলিলের উপাদান কী কী? রেজিষ্ট্রেশনের বিধান অনুযায়ী একটি জমি বিক্রয়ের কবলা দলিল মুসাবিদা কর।
৪। একটি দান দলিলের উপাদান কি কি? একটি দান দলিলের মুসাবিদা কর।
৫। বাড়ী ঘর খালি করার জন্য লিগ্যাল নোটিশ মুসাবিদা কর।
৬। ভাড়াটিয়া চুক্তিপত্র মুসাবিদা কর।
৭। সংবাদপত্রের জমি ক্রয় সংক্রান্ত লিগ্যাল নোটিশ মুসাবিদা কর।
[সকল বিষয়ের সাজেসান্স ও উত্তরপত্র আমাদের ওয়েবসাইটে সার্চ দিলেই পাওয়া যাবে]
“খ” বিভাগঃ ক্রিমিন্যাল ড্রাফটিং (১টি প্রশ্নের উত্তর দিতে হবে)
১। একটি এজাহার ও সাধারণ ডায়েরী মুসাবিদা কর।
২। যৌতুক নিরোধ আইন ২০১৮ এ ৩ ধারার আলোকে একটি সি-আর মামলা প্রস্তুত কর।
৩। দায়রা আদালতের বিচারাধীন একটি মামলার অব্যাহতির দরখাস্ত প্রস্তুত কর।
৪। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর জামিনের দরখাস্ত নাকচ করলে মহানগর দায়রা আদালতে একটি জামিনের দরখাস্ত প্রস্তুত কর।
৫। এক ম্যাজিষ্ট্রেট আদালত হইতে অন্য ম্যাজিস্ট্রেট আদালতে মামলা স্থানান্তরের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দরখাস্ত প্রস্তুত কর৷
৬। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দন্ডাদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে একটি আপিলের দরখাস্ত মুসাবিদা কর।
৭। চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এর নামজারী দরখাস্ত নাকচের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে একটি রিভিশনের দরখাস্ত প্রস্তুত কর।
[সকল বিষয়ের সাজেসান্স ও উত্তরপত্র আমাদের ওয়েবসাইটে সার্চ দিলেই পাওয়া যাবে]
“গ” বিভাগঃ প্রফেশন্যাল এথিকস (১টি প্রশ্নের উত্তর দিতে হবে)
১। বাংলাদেশ বার কাউন্সিলের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর। বার কাউন্সিল ও বার এসোসিয়েশনের মধ্যে পার্থক্য কি?
২। বাংলাদেশ বার কাউন্সিলের অধীন ট্রাইব্যুনালের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর। পেশাগত অসদাচরণের জন্য একজন এডভোকেটে ট্রাইব্যুনালে কি কি শাস্তি দিতে পারে? ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কি প্রতিকার আছে? তুমি কি মনে কর গুরুতর অসদাচরনের জন্য একজন আইনজীবীকে চিরতরে বহিস্কার করা উচিত? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও৷
৩। পেশাগত আচরণ বিধি ও নীতিমালার আলোকে একজন আইনজীবীর সহ আইনজীবীর প্রতিম মক্কেলের প্রতি, আদালতের প্রতি ও জনসাধারণের প্রতি দায়িত্ব ও কর্তব্য কি কি? পেশাগত অসদাচরনের জন্য এডভোকেটের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণের পদ্ধতি আলোচনা কর।
[সকল বিষয়ের সাজেসান্স ও উত্তরপত্র আমাদের ওয়েবসাইটে সার্চ দিলেই পাওয়া যাবে]
0 মন্তব্যসমূহ