জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএল.বি (ফাইনাল) সাজেশন্স-২০২২ (দ্বিতীয় পত্র)

 


এলএল.বি (ফাইনাল) সাজেশন্স-২০২০ (অনুষ্ঠিত-২০২২) 


বিষয়সমূহ

প্রদত্ত নম্বর

সম্পত্তি হস্তান্তর ও বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন

১০০ নম্বর 

দেওয়ানী কার্যবিধি ও তামাদি আইন

১০০ নম্বর 

দন্ডবিধি ও ফৌজদারী কার্যবিধি

১০০ নম্বর 

সাক্ষ্য আইন

১০০ নম্বর 

আন্তর্জাতিক আইন 

১০০ নম্বর 

কোম্পানী ও বাণিজ্যিক আইন

১০০ নম্বর 

ভূমি, রেজিষ্ট্রেশন ও সরকারী দাবী পূরণ আইন

১০০ নম্বর 

লিগ্যাল ড্রাফটিং ও প্রোফেশনাল এথিক্‌স

৫০ নম্বর 

মোট=

৭৫০ নম্বর 

[সকল বিষয়ের সাজেসান্স ও উত্তরপত্র আমাদের ওয়েবসাইটে সার্চ দিলেই পাওয়া যাবে] 

দ্বিতীয় পত্রঃ দেওয়ানী কার্যবিধি ও তামাদি আইন [১০০ নম্বর]

“ক” বিভাগঃ দেওয়ানী কার্যবিধি (৪টি প্রশ্নের উত্তর দিতে হবে)

১। দেওয়ানী আদালত কাকে বলে? দেওয়ানী আদালত সমূহের অবকাঠামো, গঠন, এখতিয়ার ও কার্যাবলী আলোচনা কর। ত্বরিত বিচার পাওয়ার জন্য বা অধিকতর কম খরচ ও দ্রুত বিচারের জন্য তুমি কি এ আদালত ব্যবস্থার অবকাঠামোর কোন পরিবর্তনের প্রস্তাব করবে।


২। দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা কাকে বলে? দেওয়ানী মোকদ্দমা দায়েরের পদ্ধতি বা একটি দেওয়ানী মোকদ্দমা রজু বা দায়ের করা থেকে শুরু করে চূড়ান্ত শুনানী পর্যন্ত বিভিন্ন পর্যায় ব্যাখ্যা কর। মূল আইন ও পদ্ধতিগত আইন কাকে বলে? দেওয়ানী কার্যবিধি কি সম্পূর্ণ পদ্ধতিগত আইন? মূল আইন ও পদ্ধতিগত আইনের পার্থক্য কি?


৩। দেওয়ানী আদালতের এখতিয়ার কাকে বলে? দেওয়ানী আদালতের আঞ্চলিক, আর্থিক ও বিষয়বস্তুগত এখতিয়ার সংক্রান্ত বিধি আলোচনা কর। দেওয়ানী আদালতের এখতিয়ার বহির্ভূত মোকদ্দমা কি কি? অগ্রক্রয়ের মোকদ্দমার ডিক্রিতে কি কি উল্লেখ থাকে?


৪। কোন মোকদ্দমার পক্ষভুক্তি না করা এবং ভুল পক্ষেভূক্তি করা কাকে বলে? এদেরমধ্যে পার্থক্য কী? পক্ষান্তরে সংযোগ ও অপসংযোগের বিধিগুলি আলোচনা কর। একটি মোকদ্দমার কারণসমূহের সংযোগ কাকে বলে? মোকদ্দমার শুনানীর সময় পক্ষেগণ কিভাবে হাজির হবে? পক্ষগেণর হাজিরার বিধি এবং গরহাজিরার ফলাফল উল্লেখ কর। বাদীর গরহাজিরার কারনে মোকদ্দমা খারিজ হলে প্রতিকার কী? গরহাজিরার উপযুক্ত কারণ কী?


৫। সমন কাকে বলে? সমনজারীর বিভিন্ন পদ্ধতি আলোচনা কর। কখন কার উপরে সমন জারী করা যায়? কোন ব্যক্তির উপর সমন জারী করা হলে আদালতে কিভাবে তাকে উপস্থিত হওয়ার জন্য বাধ্য করতে পারে? সমন জারীর বিকল্প পন্থা কী?


৬। বিকল্প বিরোধ নিষ্পত্তি কাকে বলে? দেওয়ানী কার্যবিধির অধীনে বিকল্প বিরোধ নিষ্পত্তি আলোচনা কর। মধ্যস্থতার প্রয়োজনীয়তা ও যোগ্যতা আলোচনা কর। মধ্যস্থতার মাধ্যমে ঘোষিত ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিশন করা যায় কী? কখন এবং কোন অবস্থায় মোকদ্দমা প্রত্যাহার করা যায় মোকদ্দমা প্রত্যাহারের ফলাফল কি?


৭। ইন্টারপ্লিডার মোকদ্দমা কাকে বলে? কে এ জাতীয় মোকদ্দমা দামের করতে পারে? ইন্টারডিডার মোকদ্দমার আরজি ও বিচার সংক্রান্ত দেওয়ানী কার্যবিধির বিধান আলোচনা কর। এই ধরনের মোকদ্দমার স্ববিবাদীর দাবীর ভিত্তিতে প্রদত্ত রায় কী রেসজুডিকাটা হিসাবে কাজ করে? প্রতিনিধিত্বমূলক মামলা বলতে কি বুঝ? কোন ধরনের বিষয় এবং কিভাবে এইরূপ মামলা দায়ের করা যায়? সরকারের বিরুদ্ধে এইরূপ মামলা রজু করা যায় কি? যদি যায়, তবে কখন এবং কি প্রকারে?


৮। কমিশন কী? দেওয়ানী আদালত কি বিভিন্ন প্রকার কমিশন নিয়োগ বা জারী করতে পারে? কোন কোন কাজে কমিশন নিয়োগ করা যায়? অথবা কমিশনের প্রয়োজনীয়তা আলোচনা কর। জবানবন্দীর নিমিত্তে আদালত কখন কমিশন নিযুক্ত করতে পারে? কমিশন কর্তৃক অভীষ্ট লক্ষ্য অর্জন বা কমিশন কোন উদ্দেশ্য পূরণ করে? আদালতের এখতিয়ার বহির্ভূত স্থানে সাক্ষীর জবানবন্দী কমিশন গ্রহণ করার পদ্ধতি আলোচনা কর৷


৯। আপিল কাকে বলে? কে আপিল করতে পারে? কখন আপিল দায়ের করা যায়? আপিল আদালতের ক্ষমতা আলোচনা কর। আপিল পর্যায়ে কি অতিরিক্ত সাক্ষ্য নেওয়া যায়? মূল ডিক্রীর বিরুদ্ধে কখন কিভাবে আপিল করা যায়? একতরফা ও সোলে ডিক্রির বিরুদ্ধে আপল চলে কী? রিভিউ কাকে বলে? কখন রিভিউ এর আবেদন করা যায়? কে কিভাবে রিভিউ এর আবেদন করতে পারে? রিভিউ এর আবেদন নামঞ্জুর বা অগ্রাহ্য হলে এর বিরুদ্ধে আপিল চলে?


১০। রিভিশন বলতে কী বুঝ? কখন রিভিশন করা যায়? বিভিন্ন আদালতের রিভিশন এখতিয়ার উল্লেখ কর। আপিল ও রিভিশনের মধ্যে পার্থক্য কী? সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রিভিশনের আবেদন করা যায় কি?


১১। রিসিভার কে? রিসিভার নিয়োগের পদ্ধতি কি? কিভাবে রিসিভার নিয়োগ বাতিল করে আলোচনা কর। কি কারনে রিসিভারের নিকট থেকে সম্পত্তি মুক্ত করা হয়? রিসিভারের দায়িত্ব কর্তব্য আলোচনা কর। রিসিভার নিয়োগের প্রার্থনা নাকচ হলে আপিল করা যায় কি?


১২। আদালতের সহজাত ক্ষমতা কাকে বলে? কখন বা কি কি পরিস্থিতিতে এ ক্ষমতা প্রয়োগ করা যায়? আইনের সুনির্দিষ্ট বিধান থাকলে আদালত কি সহজাত ক্ষমতা প্রদান করতে পারেন? আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগের সীমাবদ্ধতা কী? দেওয়ানী কার্যবিধিতে ১৫১ ধারা না থাকলে কি অবস্থা ঘটতো?

[সকল বিষয়ের সাজেসান্স ও উত্তরপত্র আমাদের ওয়েবসাইটে সার্চ দিলেই পাওয়া যাবে] 

“খ” বিভাগঃ তামাদি আইন (১টি প্রশ্নের উত্তর দিতে হবে)

১। তামাদি আইনের মূখ্য উদ্দেশ্য কী? কখন আদালতের তামাদি কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা আছে? তামাদি গণনার ক্ষেত্রে কোন কোন দিন বাদ যায় তা উল্লেখ কর। তামাদি স্থগিত রাখার কারণসমূহ কি? তামাদি আইন শুধু অধিকার ধ্বংস করে না, পরোক্ষভাবে অধিকার প্রদানও করে। আলোচনা কর৷ তামাদি হওয়া কোন দাবী পরিশোধ করলে ইহা কি পুনরুদ্ধারযোগ্য?


২। বিলম্ব মওকুফ বলতে কি বুঝ? বিলম্ব মওকুফের এই বিধান কি তামাদি আইনের মূল উদ্দেশ্যকে কি নস্যাৎ করে? কোন পরিস্থিতিতে এই বিলম্ব প্রযোজ্য? মূল মামলায় কি এই বিধান প্রযোজ্য আলোচনা কর৷


৩। তামাদি অনুযাযী স্বীকৃতি কাকে বলে? এর উপাদান কি কি? তামাদি আইনের সময় গনণার ক্ষেত্রে বৈধ স্বীকৃতির ফলাফল আলোচনা কর। জবর দখল মতবাদ আলোচনা কর। জবর দখলের উপাদান কি কি? সম্পত্তিরম অধিকার কখন বিলুপ্ত হয়? তামাদি আইনে কিভাবে ইজমেন্টের অধিকার অর্জুন করা যায়?


৪। তামাদি মেয়াদ অতিক্রম করলে মোকদ্দমার ফলাফল কি হয়? কেন বলা হয় যে তামাদির সময় একবার শুরু করলে তা আর বন্ধ হয় না। আইনের দৃষ্টিতে অযোগ্য ব্যক্তির বিরুদ্ধে তামাদির মেয়াদ চলতে শুরু করে না। আলোচনা কর। সমস্যাঃ একটি আপিল ভুলক্রমে ভুল আদালতে দায়ের করা হয। পরে আপিলটি সঠিক আদালতে দায়ের করা হয়। কিন্তু ইতিমধ্যে আপিল দায়েরের সময়সীমা পার হয়ে যায়। এক্ষেত্রে তামাদি আইনে আপিলকারীর কি কোন প্রতিকার আছে?

[সকল বিষয়ের সাজেসান্স ও উত্তরপত্র আমাদের ওয়েবসাইটে সার্চ দিলেই পাওয়া যাবে] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক