জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএল.বি (ফাইনাল) সাজেশন্স-২০২২ (প্রথম পত্র)


 এল এল বি সাজেশন ২০২২


বিষয়সমূহ

প্রদত্ত নম্বর

সম্পত্তি হস্তান্তর ও বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন

১০০ নম্বর 

দেওয়ানী কার্যবিধি ও তামাদি আইন

১০০ নম্বর 

দন্ডবিধি ও ফৌজদারী কার্যবিধি

১০০ নম্বর 

সাক্ষ্য আইন

১০০ নম্বর 

আন্তর্জাতিক আইন 

১০০ নম্বর 

কোম্পানী ও বাণিজ্যিক আইন

১০০ নম্বর 

ভূমি, রেজিষ্ট্রেশন ও সরকারী দাবী পূরণ আইন

১০০ নম্বর 

লিগ্যাল ড্রাফটিং ও প্রোফেশনাল এথিক্‌স

৫০ নম্বর 

মোট=

৭৫০ নম্বর 


[সকল বিষয়ের সাজেসান্স ও উত্তরপত্র আমাদের ওয়েবসাইটে সার্চ দিলেই পাওয়া যাবে] 


প্রথম পত্রঃ সম্পত্তি হস্তান্তর ও বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন [১০০ নম্বর]

ক বিভাগঃ সম্পত্তি হস্তান্তর আইন (৩টি প্রশ্নের উত্তর দিতে হবে)


১। সম্পত্তির সংজ্ঞা দাও। সম্পত্তি হস্তান্তর কাকে বলে? সম্পত্তি কত প্রকার বা সম্পত্তির প্রকারভেদ উল্লেখ কর। কোন কোন সম্পত্তি হস্তান্তর করা যায় না? এবং কোন সম্পত্তি হস্তান্তর করা যায় বা সকল প্রকার সম্পত্তি কি হস্তান্তর যোগ্য?


২। সম্পত্তি হস্তান্তর করার বিধান বা নিয়ম কী? কেন বলা হয়ে থাকে যে, ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের শিরোনামটি ভুল নামের ব্যবহার, এ আইনে সম্পত্তির সংজ্ঞা যেমন দেওয়া হয়নি, তেমনি হস্তান্তরের সাথে সকল বিধানও যুক্ত করা হয়নি- এ তথ্যের উল্লেখপূর্বক আলোচনা কর। সম্পত্তি হস্তান্তর আইন কী স্বয়ংসম্পূর্ণ আইন? অথবা সম্পত্তি হস্তান্তর আইনের দুর্বল দিক কী? অথবা এ আইনে হস্তান্তরের সাথে সকল বিধান যুক্ত হয়নি- আলোচনা কর।


৩। মার্শার্লিং কনট্রিবিউশন ও সাভ্রাগেশন নীতি কাকে বলে? মার্শার্লিং ও কনট্রিবিউশন নীতির উদ্দেশ্য কী? এদের মধ্যে পার্থক্য উল্লেখ কর। মার্শালিং কনট্রিবিউশনের মধ্যে বিরোধ দেখা দিলে কোনটি বলবৎ থাকবে? মার্শার্লিং নীতির প্রয়োগের শর্ত কী কী? শর্ত সাপেক্ষে হস্তান্তর কাকে বলে? সম্পত্তি হস্তান্তর আইনের অধীনে কোন হস্তান্তরের পূর্বশর্ত ও পরবর্তীশর্তের ফলাফল কী? কায়েমী স্বার্থ এবং শর্ত সাপেক্ষে স্বার্থ কাকে বলে? এদের মধ্যে পার্থক্য আলোচনা কর।


৪। লিসপেন্ডেস নীতি কাকে বলে? এ নীতির উদ্দেশ্য কী? লিসপেন্ডেন্স নীতির প্রয়োগের শর্ত বা উপাদান কী কী? নোটিশের নীতি দ্বারা এই নীতির প্রয়োগ কী ক্ষতিগ্রস্থ হবে? মামলা রজ্জু অবস্থায় সংশ্লিষ্ট ভূমির হস্তান্তরের বিধান কী? বা মামলা চলতি অবস্থায় কৃত হস্তান্তর কী বাতিল? অগ্রক্রয়, বন্টননামা, বিনা নোটিশে ক্রয়, আদালত কর্তৃক নিলাম বিক্রয়, মুসলিম আইন, সোলেনামা বা আপেষ ডিক্রী ইত্যাদি ক্ষেত্রে এই নীতি কী প্রযোজ্য হয়?


৫। বিক্রয় কাকে বলে? এর উপাদান কী কী? কিভাবে বিক্রয় করা যায়? বা বিক্রয়ের পদ্ধতি কী কী? বিক্রয় এবং বিক্রয় চুক্তির পার্থক্য কী? ক্রেতা সাবধান নীতির মতবাদ ব্যাখ্যা কর। স্থাবর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার অধিকার ও দায় দায়িত্ব আলোচনা কর। বিক্রয় ও রেহেনের মধ্যে পার্থক্য কী?


৬। নোটিশ কাকে বলে? একটি বৈধ নোটিশের উপাদান কী কী? এর প্রকারভেদ বা শ্রেণিবিভাগ উল্লেখ কর। প্রকৃত ও অনুমোদনমুলক নোটিশের পার্থক্য কী? কখন একজন ব্যক্তি নোটিশ নিয়েছে বলে ধরা হবে? একজন অযোগ্য ব্যক্তির উপর কিভাবে নোটিশ জারী করা হয়? নালিশযোগ্য দাবী কাকে বলে? নালিশযোগ্য দাবীর বৈশিষ্ট্য ইহা কিরূপে হস্তান্তর করা যায়? ইহার হস্তান্তর গ্রহীতার অধিকার ও দায় দায়িত্ব আলোচনা কর। কে নালিশযোগ্য দাবী হস্তান্তর গ্রহীতা হইতে পারে না? নালিশযোগ্য দাবী হস্তান্তরের ক্ষেত্রে নোটিশ প্রদান না করার ফলাফল কী?


৭। দান কাকে বলে? একটি বৈধ দানের উপাদান কী কী? কিভাবে দান সৃষ্টি করা যায়? ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী কিভাবে একটি দান প্রত্যাহার ও স্থগিত করা যায়? বিনিময়ের অপরিহার্য উপাদানগুলি আলোচনা কর। বিনিময় পক্ষগণের অধিকার ও দায়-দায়িত্ব কি? দান ও বিনিময়ের পার্থক্য কী? সম্পত্তি হস্তান্তর আইনের দান ও মুসলিম আইনের দানের পার্থক্য কী? দাতার মৃত্যুর পর কি দান পত্র নিবন্ধন করা যায়? সার্বজনীন দানগ্রহীতার দায়িত্ব আলোচনা কর। আনারস দান বা দায়মুক্ত দান কাকে বলে? আনারস দান কি একই সময়ে গ্রহণ ও বর্জন করা যায়?


৮। ইজারা কাকে বলে? ইহার উপাদান কী কী? কিভাবে ইজারা সৃষ্টি করা যায়? বা ইজারা প্রনয়নের পদ্ধতি কী? কিভাবে এবং কোন আস্থায় ইজারা পরিসমাপ্তি হয়? একটি ইজারা গ্রহীতার অধিকার আলোচনা কর। হোল্ডিং ওভার বা ইজারার মেয়াদ পরবর্তী দখলের পরিণতি কী? সম্পত্তি বিনষ্ট হলে একজন ইজারা গ্রহীতা কী ইজারা বিলোপ করতে পারে? টেন্যান্ট এন্ড উইল এবং টেন্যান্ট এ্যাক্ট সাফারেন্স এর পার্থক্য কী? ১০৬ ধারার নোটিশ জারী না করার ফলাফল কী?

[বাকী বিষয়ের সাজেসান্স ও উত্তরপত্র আমাদের ওয়েবসাইটে সার্চ দিলেই পাওয়া যাবে] 


“খ” বিভাগঃ বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন (২টি প্রশ্নের উত্তর দিতে হবে)


১। বুদ্ধিভিত্তিক সম্পত্তি কাকে বলে? বুদ্ধিভিত্তিক সম্পত্তি গুলির শ্রেণিবিভাগ কর। বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইনের প্রকৃতি, পরিধি ও উদ্দেশ্য আলোচনা কর। বুদ্ধিভিত্তিক সম্পদ ও সম্পত্তির মধ্যে পার্থক্য কী? বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন দেশের উন্নয়নে কিভাবে অবদান রাখতে পারে?


২। কপিরাইট কাকে বলে? কপিরাইটের বৈশিষ্ট্য ও উদ্দেশ্য উল্লেখ কর। কপিরাইটের মেয়াদ কত? কোন কোন কাজে কপিরাইট বিদ্যমান থাকে? এবং কোন কোন কাজে থাকে না? কপিরাইট এ্যাক্ট ২০০০ এর অধীন কিভাবে লাইসেন্স পাওয়া যায় বা কপিরাইট অর্জনের জন্য কী কী শর্ত পূরণ করতে হয়? কপিরাইটের স্বত্ব নিয়োগ কাকে বলে? স্বত্বনিয়োগের শর্ত বা স্বত্বনিয়োগে কিভাবে করতে হয়? স্বত্ব নিয়োগ ও লাইসেন্সের মধ্যে পার্থক্য কি?


৩। ওয়াইপো (WIPO) কাকে বলে? ওয়াইপো কনভেনশনের পটভূমি আলোচনা কর। ওয়াইপো কিভাবে কপিরাইট সংরক্ষণের সহায়ত করে? কপিরাইট লংঘন কাকে বলে? কোন কাজগুলি কপিরাইট লংঘন হিসাবে গণ্য? কপিরাইট লংঘনের প্রতিকার কী? কপিরাইটের মালিক কে? এর ব্যতিক্রম আলোচনা কর। কপিরাইট মালিকের অধিকার বর্ণনা কর। কোন কার্যের কপিরাইট সংরক্ষণের শর্ত কী?


৪। ট্রেডমার্ক কাকে বলে? একটি উত্তম ট্রেডমার্কের বৈশিষ্ট্য আলোচনা কর। কে ট্রেডমার্কের জন্য দরখাস্ত করতে পারে? ট্রেডমার্কের উদ্দেশ্যে ও কার্যাবলী আলোচনা কর। কোন অবস্থায় একটা ট্রেডমার্ক পরবর্তী অধিকারের সাথে সাংঘর্ষিক হতে পারে? ট্রেডমার্ক ব্যবহারের একচেটিয়া অধিকারের সাথে পূর্ববর্তী অধিকারের সাথে বিরোধ দেখা দিলে তার ফলাফল কী?


৫। একটি আইনগত ট্রেডমার্ক মঞ্জুর করার ক্ষেত্রে আবেদন ও নবায়ন করার পদ্ধতি বা ট্রেডমার্ক নিবন্ধনের শর্ত ও পদ্ধতি কী? কোন কোন কর্ম ট্রেডমার্ক লঙ্ঘন আর কোন কোন কর্ম ট্রেডমার্ক লংঘন নয়? ট্রেডমার্ক লংঘন হলে তার প্রতিকার কী? পাসিং অফ কাকে বলে? পাসিং অফ মামলায় বাদীকে কী প্রমাণ করতে হয়? পাসিং অফ ও ট্রেডমার্ক লংঘনের পার্থক্য কী? ট্রেডমার্ক ও ট্রেডনেম এর মধ্যে পার্থক্য কী?


৬। প্যাটেন্ট কাকে বলে? প্যাটেন্ট উপাদান বা শর্তগুলি কি উল্লেখ কর এবং এ আইনের উদ্দেশ্য বর্ণনা কর। প্যাটেন্টের অধিকার অর্জন করতে হলে কী কী শর্ত পূরণ করতে হয় আলোচনা কর। দেশের অর্থনেতিক উন্নয়নে প্যাটেন্ট আইনের ভূমিকা বর্ণনা কর। কোন কোন আবিষ্কার প্যাটেন্ট যোগ্য? এবং কোন কোন আইন প্যাটেন্টযোগ্য নয়- আলোচনা কর। প্যাটেন্ট আইন লংগন করলে তার প্রতিকার কী? প্যাটেন্ট লংঘন হলে কোথায় মামলা করতে হয়?


৭। টীকাঃ (ক) বাধ্যতামূলক লাইসেন্স, (খ) বার্ন কনভেনশন, (গ) ওয়াইপো, (ঘ) বিশেষীকরণ, (ঙ) কপিরাইট বোর্ড, (চ) পাসিং অফ, (ছ) প্রকাশনা, (জ) ট্রেডমার্ক নিবন্ধন।

[বাকী বিষয়ের সাজেসান্স ও উত্তরপত্র আমাদের ওয়েবসাইটে সার্চ দিলেই পাওয়া যাবে] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক