জন লকের সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা কর


প্রশ্নঃ জন লকের সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা কর।
অথবা, জন লকের সামাজিক চুক্তি তত্ত্ব আলোচনা কর।

ভূমিকাঃ জন লক ছিলেন বৃটেনের গণতন্ত্রের পুরোধা। তার বাস্তবধর্মী চিন্তা, গণতান্ত্রিক সচেতনতা ও ব্যক্তিস্বাতন্ত্রবাদ তাকে শ্রেষ্ঠ চিন্তাবিদদের প্রথম সারিতে দাঁড় করিয়েছে। রাষ্ট্রদর্শনে ছিল তার অবাধ বিচরণ। তার রাজনৈতিক মতবাদ মূলত Two treatise of civil Government রচনায় বিধৃত হয়।

সামাজিক চুক্তি মতবাদঃ লকের মতে প্রকৃতির রাজ্যে সাম্য, স্বাধীনতা ও শান্তি বিরাজ করত। প্রকৃতির আইনের অধীনে মানুষ সুখে শান্তিতে বাস করত। কিন্তু সেখানে বিদ্যমান ছিল কতিপয় সমস্যা। এই সমস্যাসমূহ দূর করার জন্য মানুষ স্বেচ্ছায় ও সর্বসম্মতিক্রমে যে চুক্তিতে আবদ্ধ হয় তাই লকের সামাজিক চুক্তি (Social Contract) নামে পরিচিত।

সামাজিক চুক্তির শর্তসমূহঃ (১) প্রকৃতির রাজ্যের অবাধ ও ক্ষতিকর স্বাধীনতাটুকু ছাড়া বাদবাকি সবকিছুই তাদের এখতিয়ারে থাকবে। (২) চুক্তির পেছনে তাদের প্রত্যেকের স্বাধীনতা থাকবে। (৩) প্রত্যেক ব্যক্তি অন্যকে শাস্তি দেয়ার অবাধ ক্ষমতা থেকে নিজেকে বঞ্চিত করার প্রতিশ্রুতিতে আবদ্ধ হলো। (৪) শাস্তি প্রদানের ক্ষমতা তারা অন্য কর্তৃপক্ষের নিকট তুলে দেয়। (৫) কোন নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ শাসনকার্য পরিচালনা করবে সেগুলো জনগণ স্থির করে দিতে সম্মত হলো।

সামাজিক চুক্তির বৈশিষ্ট্যঃ (১) জন লকের সামাজিক চুক্তির মুলনীতি হল সংখ্যাগরিষ্ঠের শাসন। (২) লকের মতে, চুক্তি একবার সম্পাদিত হলে তা আর বাতিলযোগ্য নয় বা জনগণ বাতিল করতে পারবে না। (৩) একটি জনগোষ্ঠী একটা নির্দিষ্ট সময়ে চুক্তি করে পুরো সমাজ গঠন করলেও পরবর্তী প্রজন্মের কাছে সেই চুক্তি বাধ্যতামূলক হয়ে থাকবে। (৪) লকের মতে, সামাজিক চুক্তিতে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বৈশিষ্ট্যপূর্ণ হয়ে উঠেছে। চুক্তির শর্ত অনুযায়ী কর্তৃপক্ষ সীমাহীন ক্ষমতা জনগণের ওপর আরোপ করতে পারে না। 

সামাজিক চুক্তির কারণঃ (১) লকের মতে প্রাকৃতিক আইন সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন নয়। (২) প্রকৃতির রাজ্যে বিবদমান দু'টি পক্ষই বিচারের মালিক। বিচারের ক্ষেত্রে তারা প্রত্যেকেই নিজ নিজ স্বার্থের আকর্ষণে আবেগপ্রবণ হয়ে ওঠে। (৩) প্রকৃতির রাজ্যে প্রত্যেকের ন্যায় বিচার পাবার অধিকার রয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত দুর্বল পক্ষ ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল।

লকের সামাজিক চুক্তির সুফলঃ (১) এই চুক্তির ফলে প্রাকৃতিক আইনের অনিশ্চয়তা দূরীভূত হয়ে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন আইন প্রতিষ্ঠিত হয়। (২) লকের মতে, মানুষ সামাজিক চুক্তিতে আবদ্ধ হবার পূর্বে সমাজে ন্যায়বিচারের স্থান ছিল না। বিবাদের দুর্বল পক্ষ যাতে আইনসম্মত ন্যায়বিচার লাভ করতে পারে তার জন্য সামাজিক চুক্তি মতবাদে কার্যকরী ব্যবস্থা গৃহীত হয়। (৩) লকের মতে সমাজ গঠনের পূর্বে প্রকৃতির রাজ্যে শক্তি ও বল, ছলনা ও প্রতারণা, লালসা, প্রতিপত্তির প্রভাব বিদ্যমান ছিল। সামাজিক চুক্তির ফলে তা দূরীভূত হয়। মানুষ স্বাভাবিক জীবন ফিরে পায়।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, এতক্ষণের আলোচনায় পরিশেষে বলা যায় যে, কতিপয় সমালোচনা সত্ত্বেও লকের সামাজিক চুক্তিটির অবদান অনস্বীকার্য। এ চুক্তির মাধ্যমে মানুষ রাষ্ট্র নামক সংগঠনটি সৃষ্টি করে। ফলশ্রুতিতে মানুষ ধীরে ধীরে সভ্য জগতে ফিরে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক