প্রশ্নঃ নৌ-বীমা পলিসির স্বত্বপ্রাপকের অধিকারগুলি আলোচনা কর।
Question: Discuss the rights of an assignee of a marine insurance policy.
উত্তরঃ
নৌ-বীমা পলিসির স্বত্বপ্রাপকের অধিকার
নৌ-বীমা পলিসির স্বত্ব প্রাপকের অধিকার সম্পর্কে সম্পত্তি হস্তান্তর আইনের ১৩৫(ক) ধারায় বিধান রয়েছে। এখানে বলা হয়েছে যে, যখন কোন নৌ-বীমার পলিসি এ বিষয়ের সুবিধাজনক স্বত্ব ন্যস্ত হওয়ার জন্য স্বত্বার্পণ করা হয়, তখন উক্ত স্বত্বপ্রাপক তার নিজ নামে উক্ত বিষয়ে মামলা দায়ের করতে পারবে এবং যে ব্যক্তি কর্তৃক বা যার পক্ষ হতে উক্ত নৌ-বীমা পলিসিটি কার্যকর হয়েছিল সে ব্যক্তির নামে উক্ত মামলা দায়ের করা হলে বিবাদী যেভাবে আত্মপক্ষ সমর্থন করতে পারতো, সেইভাবে উক্ত ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের অধিকারী হবে।
এই ধারায় আরো বলা হয়েছে যে, যখন বীমাকারী বীমার বিষয়বস্তুর সমগ্র অংশের বা মালের ক্ষেত্রে একটি বিভাজ্য অংশের সমগ্র ক্ষয়-ক্ষতির জন্য টাকা দেয় তখন উক্ত বীমাকারী উক্ত বীমার বিষয়বস্তুর অংশবিশেষ উক্ত বীমাগ্রহীতার স্বত্ব লাভ করবে এবং তৎপর বীমাকারী উক্ত ক্ষতি সংঘটিত হবার সময় হতে উক্ত বিষয়বস্তুর ধ্বংসাবশেষে বা উক্ত বিষয়বস্তু সম্পর্কে বীমাগ্রহীতার সকল অধিকার ও প্রতিকারের স্থলাবর্তী হবে।
এই ধারার ৩ উপ-ধারায় বলা হয়েছে যে, যখন বীমাকারী আংশিক ক্ষতির জন্য টাকা প্রদান করে থাকে, তখন সে বীমার বিষয়বস্তু বা উক্ত ধ্বংসাবশেষে কোন স্বত্ব লাভ করবে না। কিন্তু উক্ত ক্ষতির দরুন বীমাগ্রহীতা যে ক্ষতিপূরণ লাভ করেছে তাতে বীমাকারী উক্ত ক্ষতি সংঘটিত হবার সময় হতে বীমা গ্রহীতার সকল অধিকার ও প্রতিকারের স্থলাবর্তী হবে।
এই ধারা মতে যদিও কেবলমাত্র বীমাকারী সাব্রোগেশনের পরে ক্ষতিপূরণের জন্য নিজ পক্ষে মামলা করতে পারে, কিন্তু তা বীমাগ্রহীতার ক্ষতিপূরণ লাভ করার পরও বীমাকারীর পক্ষে মামলা করার অধিকার খর্ব করে না।
0 মন্তব্যসমূহ