প্রশ্নঃ মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবস ও জন লকের ধারণার তুলনামূলক আলোচনা কর।
ভূমিকাঃ রাষ্ট্রচিন্তার ইতিহাসে টমাস হবস এবং জন লক এক বিশিষ্ট আসন অধিকার করে আছেন। মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে উভয় চিন্তাবিদই স্ব-স্ব দৃষ্টিভঙ্গি থেকে তাদের মতবাদ প্রদান করেছেন। তাদের মতবাদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই পরিলক্ষিত হয়। তবে হবস এবং লক উভয়ই রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ একই প্রাকৃতিক পরিবেশে বাস করত বলে অভিমত পোষণ করেন। হবস এবং লক মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে যে ধারণা পোষণ করেন নিম্নে তা আলোচনা করা হল-
টমাস হবসঃ সপ্তদশ শতাব্দীর ইউরোপীয় রাজনৈতিক দর্শনে গুরুত্বপূর্ণ স্থান দখলকারী টমাস হবস ১৫৮৮ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে তার ধারণা ছিল নিম্নরূপ-
মানব প্রকৃতি সম্পর্কে হবসের ধারণাঃ হবস মানব প্রকৃতির যে সকল বৈশিষ্ট্যের কথা বলেছেন তার মধ্যে প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নে আলোচনা করা হলো-
(১) মানুষ মূলত জড় পদার্থঃ হবসের মতে, মানুষ মূলত একটি জড় পদার্থ এবং অন্যান্য প্রাকৃতিক জড় বস্তুর ন্যায় সে কার্যকারণ সম্পর্কিত রীতির নিয়ন্ত্রনাধীন।
(২) আকাঙ্ক্ষা ও বিতৃষ্ণার দ্বারা চালিতঃ তিনি বলেন, মানুষের যাবতীয় কর্মপ্রচেষ্টা ও যাবতীয় আবেগ অনুভূতি আকর্ষণ ও বিকর্ষণজনিত আকাঙ্ক্ষা ও বিতৃষ্ণার দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত ।
(৩) ক্ষমতা লাভের আকাঙ্ক্ষাঃ হবসের মতে, ক্ষমতা লাভের আকাঙ্ক্ষা মানুষের সহজাত ও মজ্জাগত। তিনি বলেন, মানুষ যদিও আকাক্ষার দ্বারা পরিচালিত হয় কিন্তু সে তার আকাঙ্ক্ষাকে শুধু বর্তমানের সুখান্বেষণে সীমাবদ্ধ রাখেনা বরং ভবিষ্যতের জন্য কাজে লাগায়।
হবসের মতে প্রকৃতির রাজ্যঃ হবসের মতে রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করতো। প্রকৃতির রাজ্যে ছিল ভয়াবহ ও দুর্বিসহ। সেখানে মানুষে মানুষে সর্বদা বিবাদ লেগেই থাকত। কেননা প্রত্যেক মানুষ নিজ নিজ স্বার্থ উদ্ধারে ব্যস্থ থাকত। 'জোর যার মুল্লুক তার' এই ছিল প্রকৃতির রাজ্যের অবস্থা। সেখানে কোনো সরকার ছিল না বিধায়, কোন আইনও ছিলনা। এরূপ অবস্থায় মানুষ সর্বদাই ভয়-ভীতি ও মৃত্যুর ভয়ে দিনাতিপাত করত। প্রকৃতির রাজ্যের মানুষ ছিল স্বার্থপর, আত্মকেন্দ্রিক ও পরশ্রীকাতর। আর মানুষের জীবন ছিল সঙ্গীহীন, অসহায়, নোংরা, পাশবিক ও ক্ষণস্থায়ী।
মানব প্রকৃতি সম্পর্কে জন লকের ধারণাঃ লকের মানব প্রকৃতি সম্পর্কে নিম্নরূপ বাস্তব চিত্র পাওয়া যায়ঃ
(১) মানুষ যুক্তিবাদী ও শান্তিপ্রিয়। লক মনে করতেন যে, প্রকৃতির রাজ্যে মানুষ প্রাকৃতিক আইন মেনে চলত এবং শান্তির অন্বেষায় প্রাকৃতিক আইনের দ্বারা পরিচালিত হতো।
(২) লকের মতে, মানুষ স্বভাবত সমান। তিনি বলেন, মানুষের মধ্যে হয়ত কেউ বেশি জ্ঞানী কেউ কম জ্ঞানী, কেউ সবল কেউ দূর্বল, কিন্তু এসব পার্থক্য তাদের সাদৃশ্যের তুলনায় নিতান্তই অকিঞ্চিৎকর।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে হবস ও লকের মতবাদ পর্যালোচনা দেখা যায় রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ একই প্রাকৃতিক পরিবেশে বাস করত বলে উভয়ই অভিমত পোষণ করেন। তারা দু'জনই প্রাকৃতিক পরিবেশের এক অসহনীয় জীবনযাত্রা হতে পরিত্রাণের উদ্দেশ্যে মানুষ সংগবদ্ধ ভাবে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করেছেন বলে অভিমত পোষণ করেন। তবে হবস প্রাকৃতিক পরিবেশকে স্বার্থপর, কলহপূর্ণ মানুষের সাথে মানুষের নিরবচ্ছিন্ন সংগ্রামের বলে চিহ্নিত করেছেন। অপর দিকে লক প্রাকৃতিক পরিবেশে মানুষ সুখ ও শান্তিতে বসবাস করতো বলে অভিমত ব্যক্ত করেছেন।
0 মন্তব্যসমূহ