দান কাকে বলে? দানের অপরিহার্য উপাদানগুলো কি কি? দান কিভাবে সম্পাদিত হয়?


প্রশ্নঃ দান কাকে বলে? দানের অপরিহার্য উপাদানগুলো কি কি? দান কিভাবে সম্পাদিত হয়? 

উত্তরঃ 

দান (Gift): দান বলতে স্বেচ্ছায় বিনামূল্যে সম্পত্তি হস্তান্তর বুঝায়। সম্পত্তি হস্তান্তর আইনের ১২২ ধারায় দানের যে সংজ্ঞা দেয়া হয়েছে তা নিম্নরূপঃ

“কোন ব্যক্তি কর্তৃক স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বা কোন প্রকার প্রতিদান গ্রহণ না করে কোন অস্থাবর বা স্থাবর সম্পত্তি অপর কাউকে হস্তান্তর করা হলে এবং সে ব্যক্তি বা তার পক্ষে অন্য কেউ তা গ্রহণ করলে তাকে 'দান' বলে। যে ব্যক্তি এভাবে সম্পত্তি হস্তান্তর করে তাকে বলা হয় দাতা (donor) এবং যে ব্যক্তি তা গ্রহণ করে তাকে বলা হয় দানগ্রহীতা (donee)।

দানের অপরিহার্য উপাদান দানের প্রয়োজনীয় উপাদানসমূহ নিম্নরূপঃ

(১) দানের জন্য সম্পত্তির অস্তিত্ব থাকতে হবে। 
(২) সম্পত্তির মালিকানা অবশ্যই হস্তান্তর করতে হবে, শুধু দখল হস্তান্তর যথেষ্ট নয়। 
(৩) এইরূপ হস্তান্তর কোনরূপ বিনিময় ছাড়াই হতে হবে। 
(৪) দান স্বেচ্ছা প্রণোদিত হতে হবে, কোন রূপ প্রভাব বা চাপের মুখে দান করা আইনত সিদ্ধ হবে না। (৫) দানগ্রহীতাকে দানটি গ্রহণ করতে হবে। 
(৬) দাতা ও গ্রহীতা উভয়কেই নির্ধারিত ব্যক্তি হতে হবে।
(৭) দাতাকে সম্পত্তি হস্তান্তরের যোগ্য ব্যক্তি হতে হবে অর্থাৎ সাবালক ও সুস্থ মস্তিস্ক সম্পন্ন হতে হবে।

দান কিভাবে সম্পাদিত হয়ঃ দান কিভাবে সৃষ্টি করা যায় সে সম্পর্কে হস্তান্তর আইনের ১২৩ ধারায় বর্ণিত আছে। এই ধারা মতে, কোন স্থাবর সম্পত্তি দান করতে হলে তা অবশ্যই রেজিষ্ট্রি দলিলমূলে করতে হবে এবং দাতা কর্তৃক স্বাক্ষরিত ও দু'জন স্বাক্ষী কর্তৃক সত্যায়িত হতে হবে।

কোন অস্থাবর সম্পত্তি দান করতে হলে অনুরূপভাবে স্বাক্ষরিত কোন রেজিষ্ট্রি দলিলের মাধ্যমে অথবা উক্ত সম্পত্তি অর্পণের মাধ্যমে হস্তান্তর কার্যকরী করতে হবে। বিক্রিত পণ্যের ন্যায় শুধু অর্পন করলেই অস্থাবর সম্পত্তির দান সম্পূর্ণ হয়। দান কার্যকর হয়ে দানপত্র সম্পাদনের তারিখ হবে রেজিষ্ট্রেশনের তারিখ হতে নয়।

দাতা কর্তৃক বা তার পক্ষে অন্য কেউ দানপত্র সম্পাদন করলে এর উক্ত দানপত্রে অন্তত দুইজন সাক্ষী দ্বারা সত্যায়িত হলে এবং গ্রহীতা কর্তৃক বা তার পক্ষে অন্য কেউ দান গ্রহণ করলে দান সম্পূর্ণ হয়। দানের সম্পূর্ণতার জন্য রেজিষ্ট্রেশনের প্রয়োজন হয় না। তবে দাতাকে স্বেচ্ছাপ্রণোদিত ভাবে রেজিষ্ট্রির উদ্যোগ নিতে হবে। রেজিষ্ট্রেশন ছাড়া শুধু দানপত্র হস্তান্তরের কোন সাক্ষ্য নয় এবং ইহা অসিদ্ধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক