সুলতানী আমলে বাংলা সাহিত্য চর্চার ইতিহাস সংক্ষেপে আলোচনা কর


প্রশ্নঃ সুলতানী আমলে বাংলা সাহিত্য চর্চার ইতিহাস সংক্ষেপে আলোচনা কর। 

উত্তরঃ ১৩৪২ সালে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাংলার ইতিহাসে সুলতানী আমল শুরু হয় এবং ১৫৭৫ পর্যন্ত সুলতানী আমল বিস্তৃত। এ আমলকে বাংলা ভাষা ও সাহিত্যের স্বর্ণযুগ বলে। কেননা এ স্বাধীন শাসকদের আমলে সুলতানদের পৃষ্ঠপোষকতায় গৌড়ের শাহী দরবার বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র হয়ে ওঠে। সুলতানী আমলে যে সকল সুলতান, শাসক বা তাদের সহযোগী ব্যক্তিত্বের পৃষ্ঠপোষকতায় যে সমস্ত কবি বা পণ্ডিত যে যে কাব্য রচনা করে তা নিম্নরূপ— 


পৃষ্ঠপোষক

কবি

কাব্য

১. সুলতান গিয়াসউদ্দিন আযম শাহ

শাহ মুহম্মদ সগীর

ইউসুফ জুলেখা 

২. সুলতান জালালউদ্দিন মুহম্মদ শাহ

কৃত্তিবাস ওঝা

রামায়ণ

৩. সুলতান রুকনউদ্দিন বরবক শাহ

মালাধর বসু

শ্রীকৃষ্ণ বিজয়

৪. সুলতান ইউসুফ শাহ

জৈনুদ্দিন 

রসুল বিজয়

৫. সুলতান আলাউদ্দিন হুসেন শাহ

বিজয় গুপ্ত

বিপ্রদাস 

যশোরাজ খান

মনসামঙ্গল 

মনসা বিজয়

বৈষ্ণব পদ 

৬. সুলতান নসরত শাহ

শ্রীধর কথক

বিদ্যাসুন্দর

৭. আলাউদ্দিন ফিরোজ শাহ

আফজাল আলী

বৈষ্ণব পদ

৮. গিয়াসউদ্দিন মাহমুদ শাহ

বৃন্দাবন দাস

চৈতন্যভাগবত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক