‘ম্যাকিয়াভেলীকে বুঝতে হলে যােড়শ শতাব্দীর ইতালীয় রাজনৈতিক পরিবেশ সম্পর্কে বিশ্লেষণ করা আবশ্যক'- ব্যাখ্যা কর


প্রশ্নঃ ‘ম্যাকিয়াভেলীকে বুঝতে হলে যােড়শ শতাব্দীর ইতালীয় রাজনৈতিক পরিবেশ সম্পর্কে বিশ্লেষণ করা আবশ্যক'- ব্যাখ্যা কর।

ভূমিকাঃ আধুনিক যুগের রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ দিকপাল ছিলেন নিকোলাে ম্যাকিয়াভেলী। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে প্লেটো, এরিস্টটল, হবস, লক ও রুশাের মত তার রয়েছে বিশিষ্ট অবদান। তার আবির্ভাবে ইতালীর রাজনীতিতে নতুন দিগন্ত উন্মােচিত হয়। তৎকালীন রাজনৈতিক পরিবেশকে উপলব্ধির মাধ্যমে তার সম্পর্কে সম্যক ধারণা লাভ করা সম্ভবপর।

ইতালীর রাজনীতিঃ মধ্যযুগের প্রথম রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলী ইতালীতে এক অশান্ত অধ্যায়ে আবির্ভূত হন। তার আবির্ভাবে ষােড়শ শতাব্দীতে ইতালীর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূত্রপাত ঘটে। তাই তাকে বুঝতে হলে ইতালীর রাজনৈতিক পরিবেশ সম্পর্কে আলােচনা আবশ্যক।

(১) রাজতন্ত্রঃ ইতালীতে পরিষদ আন্দোলনের ব্যর্থতার ফলে বিভিন্ন দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা পায়। ধীরে ধীরে তা সমগ্র ইউরােপে ছড়িয়ে পড়ে। এই ধরনের রাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল রাষ্ট্রীয় কর্তৃত্বের অধীনে চার্চের অবস্থান।

(২) ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রঃ গ্রীসের নগর রাষ্ট্রের ন্যায় সমগ্র ইতালী জড়ে ছিল ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র। ভেনিস এবং ফ্লোরেন্সের ন্যায় কতকগুলি ছিল গণপ্রজাতন্ত্রী নগর। এই নগর রাষ্ট্রের অধিকাংশই ছিল একনায়কদের শাসনে। এরূপ ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র ভৌগােলিক দিক থেকে ছিল দূর্বল। কিন্তু ম্যাকিয়াভেলীর ইচ্ছা ছিল রাষ্ট্রগুলাের মধ্যে সমন্বয় সাধন।

(৩) ক্ষমতার মােহঃ ইতালীর রাজনীতিতে ক্ষমতার মােহ লক্ষ্য করা যায়। ম্যাকিয়াভেলী ক্ষমতাকে এক বিশিষ্ট লক্ষ্য হিসাবে গ্রহণ করেন। তিনি ক্ষমতা অর্জন, ক্ষমতার সংরক্ষণ ও ক্ষমতার বৃদ্ধি সাধনের পন্থা নির্দেশ করেন। এর উদ্দেশ্য ছিল সুশৃংখল উপায়ে ক্ষমতা গ্রহণ।

(৪) রাজনৈতিক কোন্দলঃ ইতালীর রাষ্ট্রসমূহ খন্ডে খন্ডে বিচ্ছিন্ন থাকায় রাজনৈতিক কোন্দল ও প্রতিদ্বন্দ্বিতা চরম আকার ধারণ করে। ষােড়শ শতাব্দীতে ম্যাকিয়াভেলীর আগমনে এরূপ পরিস্থিতির অবসান ঘটে।

(৫) একত্রীকরণঃ একত্রীকরণ ইতালীর রাজনীতির একটি বিশেষ দিক। রাষ্ট্রসমূহ ক্ষুদ্র ক্ষুদ্র খন্ডে বিভক্ত থাকায় রাষ্ট্রের অভ্যন্তরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তিনি চেয়েছিলেন খন্ড ও ছিন্ন ইতালীকে একত্রিত করতে।

(৬) খ্রিষ্টীয় ধর্মের বিলােপঃ আধুনিক যুগের রাজনীতিতে খ্রিষ্টীয় ধর্মের অবলুপ্তি লক্ষ্য করা যায়। ম্যাকিয়াভেলী রাজনীতিতে গমন করে খ্রীস্টান ধর্মের বিধি বিধানকে উপেক্ষা করেন। তিনি বিশ্বাস করেন- মানুষের কোনাে পারলৌকিক লক্ষ্য নেই।

(৭) রেনেসাঁর সন্তানঃ ম্যাকিয়াভেলি ইউরােপের রেনেসাঁর সন্তান হিসেবে পরিচিত। তার চিন্তাধারা শুধু ইতালির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির দ্বারা প্রবাহিত হয়নি, বরং রেনেসাঁ নামক তৎকালীন নবজাগরণ আন্দোলনও তার চিন্তাধারাকে গভীরভাবে আলােড়িত করে।

পরিশেষঃ এতক্ষণের আলােচনায় পরিশেষে বলা যায় যে, ম্যাকিয়াভেলীকে উপলব্ধি করতে উল্লেখিত - বিষয়গুলাে সম্পর্কে সম্যক ধারণা আবশ্যক। ইতালীর রাজনীতিকে উপলব্ধির মাধ্যমে ম্যাকিয়াভেলীকে বােঝা সম্ভব। তাই ম্যাকিয়াভেলীকে বুঝতে হলে ষােড়শ শতাব্দীর ইতালীয় রাজনৈতিক পরিবেশ সম্পর্কে বিশ্লেষণ করা আবশ্যক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক