মানব প্রকৃতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা কী?


প্রশ্নঃ মানব প্রকৃতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা সংক্ষেপে লিখ।
অথবা, মানব প্রকৃতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা কী?

ভূমিকাঃ আধুনিক যুগের রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ দিকপাল ছিলেন নিকোলাে ম্যাকিয়াভেলী। ম্যাকিয়াভেলি The Prince এবং Discourses-এর মধ্যে যে রাষ্ট্রদর্শন প্রচার করেছেন, তার অন্যতম ভিত্তি হলাে মানব প্রকৃতি ও মানুষের মনােভাব সম্পর্কে তার ধারণা।

মানব প্রকৃতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণাঃ নিম্নে মানব প্রকৃতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা আলােচনা করা হলাে-

(১) মানুষ অকৃতজ্ঞ, চঞ্চল, ভীরু, শঠ, লােভীঃ ম্যাকিয়াভেলি বলেছেন, প্রকৃতিগতভাবেই মানুষ খারাপ। মানুষের মধ্যে কোন ভাল গুণ নেই, সাধারণভাবে তিনি মানুষকে অকৃতজ্ঞ, চঞ্চল, ভীরু, শঠ ও লােভী রূপে চিহ্নিত করেছেন। তার মতে, ভয়, ক্ষমতা, লিপ্সা, দম্ভ এবং স্বার্থপরতা প্রভৃতি মানুষকে যাবতীয় কাজকর্মের প্রেরণা যােগায়। মানুষ নিজের স্বার্থের দ্বারা পরিচালিত হলেও তার নির্বুদ্ধিতা ও যুক্তিহীনতার ফলে সেই স্বার্থ সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা নেই।

(২) চরম স্বার্থপর ও আক্ৰমণপ্রবণঃ মানুষের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে ম্যাকিয়াভেলি চরম স্বার্থপরতা ও আক্রমণ প্রবণতার কথা উল্লেখ করেছেন। সকল ক্ষেত্রে চরম প্রাপ্তি লাভের বাসনা মানুষের মধ্যে সীমাহীন। ক্ষমতা বা সম্পদের আকাঙ্ক্ষার কারণে মানুষ অবিরাম সংগ্রাম করে চলেছে। এ ক্ষেত্রে জীবন ও সম্পত্তি রক্ষার জন্য। ভীরু মানুষ আইনের নিয়ন্ত্রণ মেনে নেয়।

(৩) কাপুরুষ ও অযােগ্যঃ ম্যাকিয়াভেলি বিশ্বাস করতেন, মানুষ নিজের কাপুরুষতা ও অযােগ্যতার কারণে নিজেকে অপরের আক্রমণ থেকে রক্ষা করতে ব্যর্থ হয় বলেই শাসনব্যবস্থার সৃষ্টি হয়েছে। সুতরাং নাগরিক জীবনের অর্থাৎ তার জীবন ও সম্পত্তির সর্বাধিক নিরাপত্তার ব্যবস্থা করতে পারার মধ্যেই শাসকের সর্বাধিক সাফল্য নিহিত রয়েছে। ম্যাকিয়াভেলির মতে, ব্যক্তিগত সম্পত্তি মানুষকে তার অন্তহীন বাসনা পরিতৃপ্তিতে সহায়তা করতে পারে।

(৪) স্বাধীনতার আকাঙ্ক্ষাঃ মানুষের উচ্চাশার মধ্যে স্বাধীনতার আকাক্ষা রয়েছে। মানুষ অপরের অধীনতা থেকে মুক্তি পেতে চায়। মানুষের ইচ্ছামত স্বাধীন জীবনযাপন করার আকাঙ্ক্ষার পিছনে রয়েছে অন্যকে অধীন করার বাসনা। নিজের স্বাধীনতা চাওয়া এবং অন্যের ওপর প্রভুত্ব বিস্তার এ দু’য়ে মিলে মানুষে মানুষে সংঘাত সষ্টি হয়।

(৫) ভয় ও ভালোবাসাঃ ম্যাকিয়াভেলির মতে, মানুষের আচরণের মাঝে একটি জিনিস পরিলক্ষিত হয়। তা হলাে ভয় ও ভালােবাসা। তিনি মনে করেন, যে ব্যক্তি ভালােবাসা লাভের অধিকারী এবং যে ব্যক্তি ভীতিপ্রদ তারা উভয়ই প্রভাবশালী। কিন্তু মানুষের আচরণের স্বাভাবিক প্রবণতা হলাে ভীতিপ্রদ মানুষের আনুগত্য স্বীকার করা।

পরিশেষঃ মানবচরিত্রকে ম্যাকিয়াভেলি যেভাবে চিত্রায়িত করেছেন, তা সম্পূর্ণই অনুমানের ওপর প্রতিষ্ঠিত। তিনি হবসের মতাে সত্য-মিথ্যা যাচাই না করে নিজের বিশ্বাসের ওপর ভিত্তি করে মত প্রকাশ করেছেন। ম্যাকিয়াভেলি তার সমকালীন মানুষকে যেমন দেখেছেন, তাদের চরিত্রকে তিনি সেভাবেই অংকন করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক